Weather Update: ২ দিনের মধ্যেই কলকাতা-সহ পাঁচ জেলার বাসিন্দা বড় বদল বুঝতে পারবেন, প্রস্তুত থাকুন

Kaamalesh Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2023 | 12:11 PM

Weather Update: শনিবারের সকালের দিকটা কুয়াশাচ্ছন্নই ছিল চতুর্দিক। পরে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

Weather Update: ২ দিনের মধ্যেই কলকাতা-সহ পাঁচ জেলার বাসিন্দা বড় বদল বুঝতে পারবেন, প্রস্তুত থাকুন
কী পরিবর্তন আসছে আবহাওয়ায়?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বাধার পাহাড় ডিঙিয়ে শীত আসছে বাংলায়। মেঘ কেটে রোদ উঠতেই হাওয়াবদল! জলীয় বাষ্প মুছে শুকনো হচ্ছে বাতাস। কমতে শুরু করল সর্বনিম্ন তাপমাত্রাও। আজ কলকাতার পারদ নেমেছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে আজই মহানগরে সবচেয়ে কম তাপমাত্রা। যদিও এখনও পারদ রয়েছে স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। আশার খবর, আগামী ৪৮ ঘণ্টায় ১৬ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতেও। আপাতত বৃষ্টিবাদলার কোনও আশঙ্কা নেই।

শনিবারের সকালের দিকটা কুয়াশাচ্ছন্নই ছিল চতুর্দিক। পরে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।

উত্তর-পশ্চিমের বাতাস বইবে। উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। শীতের শুরু বাংলায়। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী দু’দিনে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সামনের সপ্তাহে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তার প্রভাবে সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। সকালে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ।

Next Article