কলকাতা: দুপুর থেকেই মেঘের সঙ্গে লুকোচুরি চলছিল। দুপুর গড়িয়ে বিকেল নামতেই কালো মেঘে ঢেকেছিল কলকাতা ও শহরতলি। মুষলধারায় বৃষ্টি (Rain in Kolkata) আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। বিকেলের এই ঝড়-বৃষ্টিতে নিমেষে উধাও কলকাতার ভ্যাপসা গরম। মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই ১৪ ডিগ্রি সেলসিয়াস কমল কলকাতার তাপমাত্রা (Temperature of Kolkata)। দুপুর তিনটে নাগাদ আলিপুরে তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর বিকেল সাড়ে পাঁচটায় নাগাড়ে বৃষ্টির দাপটে একধাক্কায় তাপমাত্রার পারদ নামল ২৩ ডিগ্রি সেলসিয়াসে। বিকেলের এই হঠাৎ বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলল শহরবাসীর। উল্লেখ্য, এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল নামতে বৃষ্টিতে ভিজল কলকাতাও। আর সেই সঙ্গে অনেকটা কমল শহরের তাপমাত্রা।
এদিকে এদিন ঝড়ের কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের উপরেও সাময়িকভাবে প্রভাব পড়ে। বেশ কয়েকটি বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়ার খবর মিলছে। ঢাকা থেকে কলকাতা গামী ইন্ডিগোর বিমান, ইম্ফল থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান, হায়দ্রাবাদ থেকে কলকাতা গামী ইন্ডিগোর বিমান, মুম্বই থেকে কলকাতাগামী ভিস্তারার বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি যে সকল বিমানগুলি বিভিন্ন গন্তব্যস্থলে উড়ে যাওয়ার কথা ছিল, সেই বিমানগুলো ৭-১৫ মিনিট দেরিতে ওড়ার খবর মিলেছে বিমানবন্দর সূত্রে।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজ থেকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। এদিন দুপুরেই আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল, নদিয়া, ঝাড়গ্রাম ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির বিষয়ে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছিল। যদিও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি কিছুটা কম হবে বলে জানা যাচ্ছে। এরপর ২৯ তারিখ অর্থাৎ পরশুদিন থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আবার বাড়বে রাজ্যজুড়ে।