Weather Update: এই সপ্তাহের শেষ থেকেই বদলাতে শুরু করবে ‘খেলা’, সতর্ক করলেন আবহাওয়াবিদরা
Weather Update: সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। আগামী ৪-৫ দিনে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতা: গত দু’দিন ধরে একটা কেমন মনোরোম পরিবেশ ছিল। বেশ একটা ফুরফুরে মেজাজ। নেপথ্যে বৃষ্টি। কিন্তু এবার বৃষ্টির দিন ফুরল! আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার শুধু দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের তিনটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তেমনটাই বার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। আগামী ৪-৫ দিনে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সকাল ও সন্ধ্যায় অবশ্য এখনও মনোরম পরিবেশই থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এই মনোরম আবহাওয়া উধাও হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া, জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার শুধু দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চৈত্রের শুরুতেই বাংলার একাধিক জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রির কাছাকাছি।





