কলকাতা: চলছে চৈত্র মাস। বৈশাখও পড়েনি এখন। তার মধ্যেই যেন তেতেপুড়ে যাচ্ছে সমস্ত শরীর। এখন বৃষ্টি হবে কি? প্রশ্ন করছেন সকলে। রাজ্যজুড়ে প্রায় ৩৬-৩৭ ডিগ্রির কাছে তাপমাত্রা চলছে। তবে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জানা গিয়েছে,মার্চের শেষ দু’দিনে আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার-রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আবার উত্তরবঙ্গে রোজই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দিনের বেলায় অর্থাৎ দুপুরের দিকেই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকার দরুণ অস্বস্তিকর গরম অনুভূত হবে। বুধবারই প্রায় চল্লিশ ছুঁইছুঁই হয়ে গিয়েছিল মেদিনীপুরের তাপমাত্রা। ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
কোথায় কত তাপমাত্রা?
মেদিনীপুর ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস
পানাগড় ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস
দমদম ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস
আলিপুর ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস