কলকাতা: রাত পোহালেই উৎসবের মরসুম প্রায় শেষ! এবার কি বাংলায় দুর্যোগের মরসুম? অন্ততপক্ষে আবহাওয়াবিদরা তেমনই ইঙ্গিত দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার দিকেই আসছে অতি গভীর নিম্নচাপ। সপ্তাহের শেষে দুর্যোগের আশঙ্কা উপকূলে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকেই দমকা বাতাস বইবে উপকূলে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শক্তিশালী নিম্নচাপের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এক, পাকা ধান নষ্ট হতে পারে। দুই, শীতের সবজি পচে যাওয়ার আশঙ্কা। তিন, এখন মাটি ভিজলে পিছোতে পারে আলু চাষ। চার, বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালে। কাল ইডেনে মুখোমুখি হওয়ার কথা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কাল আরও শক্তি বাড়বে। তার পর বাঁক নিয়ে ওড়িশা-বাংলা উপকূলের কাছে আসবে নিম্নচাপ। স্থলভাগে ঢোকার আগে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, তা এখনও স্পষ্ট নয়। দুর্যোগের পূর্বাভাসে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনের বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে।