কলকাতা: আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এই সিস্টেমটিই আরেকটু শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে আসবে আগামী ৪৮ ঘণ্টায়। শুক্রবার ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা,দুই মেদিনীপুর,কলকাতা, হাওড়া, হুগলিতে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান। ১ তারিখে পশ্চিমের জেলাগুলি বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে। ২ তারিখের পর থেকে ৩,৪,৫ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী দু’দিন হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ৩ ও ৪ তারিখ উত্তরবঙ্গের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। তিন ও চার তারিখ দার্জিলিং ও কালিম্পং এ ভূমি ধসের সম্ভাবনা। এবং নদীর জল স্তর বৃদ্ধি পাবে।
শুক্রবার
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
শনিবার
কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান
রবিবার
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ
সোমবার
উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ
মঙ্গলবার
দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
——
শনিবার
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
মঙ্গলবার
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি