কলকাতা: গত কয়েকদিনের বৃষ্টিতে প্রবল তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে রাজ্যবাসী। সকালে চড়া রোদ থাকলেও বিকেলের ঝড়-বৃষ্টি অনেকটাই স্বস্তি দিয়েছে। আর শুক্রবার দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে আরও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সম্প্রতি ‘বিপর্যয়’ নামে যে ঘূর্ণিঝড় হয়ে গেল, তার প্রভাবে দুর্বল হয়েছে দক্ষিণের মৌসুমী বায়ু। ফলে বর্ষা শুরু হলেও ভারী বৃষ্টি হচ্ছে না সেভাবে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সারাদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তার জেরে কমবে তাপমাত্রা। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত বর্ষা প্রবেশ করছে না ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। ক্যানিং থেকে এগিয়ে মৌসুমী বায়ু হলদিয়ার উপর অবস্থান করছে বলে জানা গিয়েছে। বাকি গোটা রাজ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি চলছে, তা জারি থাকবে শুক্রবারও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও থাকবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঞ্চিত হবে না দক্ষিণও। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের বিষয়ে সতর্ক করেছে আলিপুর। বাইরে বেরনোর আগে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কোথায় বজ্রপাতের কেমন সম্ভাবনা রয়েছে, তা আগে থেকে জানতে ‘দামিনী’ অ্যাপ ডাউনলোড করার পরামর্শও দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে বাড়বে বৃষ্টি।