Weather Update: গভীর নিম্নচাপ, মঙ্গলবার দুপুরেই কোথায় আছড়ে পড়বে?
Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা।

কলকাতা: নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। তবে এই নিম্নচাপের সরাসরি কোন প্রভাব নেই বাংলায়। গভীর নিম্নচাপটি মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। এই নিম্নচাপের প্রভাবে এবার বাংলা ছেড়ে ওড়িশায় মৌসুমী অক্ষরেখা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা।
দক্ষিণবঙ্গে উইকেন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। শক্র ও শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পাসিং সাওয়ার রেইন অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণে আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯১ শতাংশ। অর্থাৎ বৃষ্টি না হলেই অস্বস্তি বাড়বে।

