West Bengal Weather: দার্জিলিংয়ে ৮, পুরুলিয়ায় ১৪ – আপনার পাড়ায় কত?
West Bengal, Kolkata Weather Report: আবহাওয়া অফিসের পূর্বভাস, আগামী ছয় থেকে সাতদিন দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে।

কলকাতা: অনেক গড়িমসি করে অবশেষে ধীরে-ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একটা হিমেল ভাব শরীরে এসে স্পর্শ করছে। রাত এবং ভোরের দিকে বাড়ছে শীত-শীত আমেজ। আবহাওয়া অফিস বলছে,আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা। জমিয়ে পড়বে শীতের আমেজ।
ওয়েদার অফিসের পূর্বাভাস অনুযায়ী,অবাধ বাড়ছে পশ্চিমের শীতল হাওয়া। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে আপাতত কোনও নিম্নচাপ তৈরির সম্ভবনা নেই যা শীতে বাধা হয়ে দাঁড়ায়। সেই কারণে শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমান নামল অনেকটাই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া অফিসের পূর্বভাস, আগামী ছয় থেকে সাতদিন দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে কম ছিল বীরভূম জেলার শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের আবহওয়া কেমন থাকবে?
আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী ছয় থেকে সাত দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া অফিস বলছে, সামান্য হলেও নামল পারদ। রাতের তাপমাত্রা নামলো ০.১ ডিগ্রি সেলসিয়াস। আজকেও ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই পারদ। কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রির ও বেশি নিচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা।
রাতে ও ভোরে শীতের আমেজ আরও একটু বেড়েছে। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। আগামী ৬/৭ এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৮৯ শতাংশ।
কোথায় কত তাপমাত্রা?
আলিপুর-১৭.১ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর-১৬.১ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর-১৭.২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া-১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান-১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া-১৪ ডিগ্রি সেলসিয়াস
কল্যাণী-১৪ ডিগ্রি সেলসিয়াস
আর দার্জিলিং-৮.৬ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার-১৪.১ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি-১৫.৫ ডিগ্রি সেলসিয়াস
কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
