Anubrata Mondal: অনুব্রত রাইস মিলগুলো কি আপনার? সংবাদমাধ্যমের প্রশ্নে মুখ খুললেন কেষ্ট, বললেন…

Birbhum News: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal: অনুব্রত রাইস মিলগুলো কি আপনার? সংবাদমাধ্যমের প্রশ্নে মুখ খুললেন কেষ্ট, বললেন...
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 4:20 PM

কলকাতা: গরু পাচার মামলায় আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। প্রতি দু’দিন পর পর তাঁর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। সেইমতো নিজাম প্যালেস থেকে আলিপুরে সেনা হাসপাতালে সোমবারও নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। এদিনও বারবার সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা কতটা? প্রতিবারই অনুব্রতকে বলতে শোনা যায়, “আমি কিছু বলব না।” অর্থাৎ এর আগে সংবাদমাধ্যমের প্রশ্নে একেবারে মুখে কুলুপ থাকলেও, এদিন মুখ খোলেন ‘কেষ্ট’। তবে জবাব একটাই, তিনি কিছু বলবেন না।

এদিন অনুব্রত মণ্ডলকে প্রথম থেকেই বেশ অন্যরকম মেজাজে দেখা যায়। তাঁর শরীরী ভাষায় বেশ ফুরফুরে ভাব বোঝানোর একটা তাগিদ লক্ষ্য করা যায়। সংবাদমাধ্যমের প্রশ্নে মুখ ফেরানি। তবে এদিন বীরভূমের ‘বেতাজ বাদশা’কে দেখে এও বোঝা যাচ্ছিল, ক্রমশই জটিল কোনও জালে জড়াচ্ছেন তিনি। প্রতিদিন বোলপুরে যাচ্ছে সিবিআইয়ের দল। জায়গায় জায়গায় চলছে তল্লাশি। উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

এদিন তাই ‘স্বকীয় ভঙ্গিতে’ অনুব্রতকে বারবার বলতে শোনা গেল, “আমি একটা কথাও বলব না।” সোমবার কম্যান্ড হাসপাতাল থেকে নিজাম প্যালেসে ঢোকার মুখে এক্সাইডের মোড়ে দীর্ঘক্ষণ  সিগনালে তাঁর গাড়ি দাঁড়িয়ে ছিল। সেই সময় বারবারই টিভি নাইন বাংলা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে প্রশ্ন করে। গাড়ির কাচের ওপার থেকেই অনবরত মুখ নাড়তে থাকেন অনুব্রত মণ্ডল, “কিচ্ছু বলব না।”

বীরভূমের ব্যোম ভোলে রাইস মিলে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই সিবিআই জানতে পেরেছে এই চালকলের অংশীদার হিসাবে নাম রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের। যদিও আসানসোল আদালতে দাঁড়িয়ে শনিবারই অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেছিলেন, যে রাইস মিল নিয়ে নানা কথা উঠছে, তা অনুব্রতর শ্বশুরমশাইয়ের দেওয়া। অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের নামে যে ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর, এদিন আদালতে অনুব্রতর আইনজীবী তা নিয়েও কথা বলেন। আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় দাবি করেন, কিছু ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে। তবে সবটাই অনুব্রত মণ্ডলের স্ত্রী মারা যাওয়ার পর জীবন বিমা থেকে পাওয়া টাকা।