Suvendu-Debanshu: ‘ফেক নিউজ ছড়াচ্ছেন শুভেন্দু’, ‘প্রমাণ’ নিয়ে ময়দানে দেবাংশু, সরব সেই যুবকও

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 24, 2022 | 7:12 PM

TMC: এই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও তৃণমূল জানিয়ে দিয়েছে এ ছবি একেবারেই ২১ জুলাইয়ের নয়।

Suvendu-Debanshu:  ফেক নিউজ ছড়াচ্ছেন শুভেন্দু, প্রমাণ নিয়ে ময়দানে দেবাংশু, সরব সেই যুবকও
শুভেন্দুর টুইটের পাল্টা দেবাংশু। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার এবং ইডির হাতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে এই মুহূর্তে শোরগোল রাজ্য রাজনীতিতে। ইডি অর্পিতাকেও গ্রেফতার করেছে। শনিবার অর্পিতা গ্রেফতার হওয়ার পরই তৃণমূলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অর্পিতা কোনওভাবেই শাসকদলের সঙ্গে যুক্ত নন। তাই তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে শাসকদলকে জুড়ে মন্তব্য করা অনভিতপ্রেত। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ছবি টুইট করে লেখেন, ‘২১ জুলাইয়ের মঞ্চে মিসেস মুখার্জিকে দেখা যাচ্ছে। যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ভাল বন্ধু’।’ এই ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও তৃণমূল জানিয়ে দিয়েছে এ ছবি একেবারেই ২১ জুলাইয়ের নয়। বরং একটি রক্তদান শিবিরের। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এক ধাপ এগিয়ে শুভেন্দুকে ‘লোডশেডিং অধিকারী’ বলে প্রমাণও দিলেন এ ছবি নিয়ে যা বলা হচ্ছে তা ‘মিথ্যা’। যদিও এই ছবির সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি।

দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি তৃণমূলের একুশে জুলাইয়ের সভার বলে চালাচ্ছেন লোডশেডিং-এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ণ ভুয়ো। ওই অনুষ্ঠান একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের। রইল ছবির ফ্রন্ট ভিউ।’ সঙ্গে একটি ছবিও আপলোড করেছেন তিনি। দেবাংশু প্রশ্ন তুলেছেন, ‘ফেক নিউজ ছড়ানোর দায়ে লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না?’

টিভিনাইন বাংলাকে দেবাংশু জানিয়েছেন, “ফেক নিউজ ছড়াতে বিজেপি যে এক্সপার্ট তা সকলেই জানে। আমি একটা ওই ছবির সামনের দিকের ভিউ পোস্ট করেছি। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে না কোনও তৃণমূলের লোগো আছে, না কারও নাম। সম্ভবত কালীঘাটের কোনও রক্তদান শিবির। ২০২০ সালের ছবি। আমার মনে হয় যিনি এগুলো করছেন, তাঁর বিরুদ্ধে আইনের পথে হেঁটে সাইবার ক্রাইমে যদি ব্যবস্থা নেওয়া যায়।”

অন্যদিকে শুভেন্দু অধিকারীর টুইট করা ছবিতে অর্পিতার সামনে যে যুবককে দেখা যাচ্ছে, তিনিও সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই যুবকের নাম ত্র্যম্বক রায় চৌধুরী। তিনি পেশায় অভিনেতা। তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সকাল থেকে একটি ভুল তথ্যসমেত পোস্ট ভাইরাল হয়েছে। অর্পিতার সঙ্গে আমার একটি ছবি ভাইরাল। এবং দাবি করা হয়েছে এটি একুশে জুলাইয়ের ছবি। এটি একটি অরাজনৈতিক মঞ্চ। এবং রক্ত দান শিবিরের, ২০২০ সাল।’

Next Article