New Year Celebration: সকাল থেকেই ভিড়ে ঠাসা ইকোপার্ক, নিকোপার্ক… কড়া নজরদারি পুলিশেরও

Bidhannagar: ২০২২ সালকে বিদায় জানিয়ে ২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা-সহ গোটা বাংলা। তৈরি পুলিশ প্রশাসনও।

| Edited By: | Updated on: Dec 31, 2022 | 1:40 PM
শুধু কলকাতা পুলিশ নয়, বর্ষবরণের রাত ও বর্ষবিদায়ের দিন কড়া নিরাপত্তার বলয়ে মোড়া বিধাননগর কমিশনারেট এলাকা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রস্তুত কমিশনারেটের পুলিশ।

শুধু কলকাতা পুলিশ নয়, বর্ষবরণের রাত ও বর্ষবিদায়ের দিন কড়া নিরাপত্তার বলয়ে মোড়া বিধাননগর কমিশনারেট এলাকা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রস্তুত কমিশনারেটের পুলিশ।

1 / 5
বিশেষ নজর রাখা হচ্ছে রেস্তোরাঁ, শপিংমলগুলিতে। নজরদারি চলছে ইকোপার্ক, নিকোপার্ক-সহ কমিশনারেটের আওতাধীন বিভিন্ন বিনোদন পার্কগুলিতে।

বিশেষ নজর রাখা হচ্ছে রেস্তোরাঁ, শপিংমলগুলিতে। নজরদারি চলছে ইকোপার্ক, নিকোপার্ক-সহ কমিশনারেটের আওতাধীন বিভিন্ন বিনোদন পার্কগুলিতে।

2 / 5
৩১শে ডিসেম্বরের রাত, ১লা জানুয়ারির সকালে বিশেষ নজরদারিতে থাকছেন ডেপুটি কমিশনার/এডিসিপি পদমর্যাদার ৯ আধিকারিক। এছাড়া অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন ১২ জন।

৩১শে ডিসেম্বরের রাত, ১লা জানুয়ারির সকালে বিশেষ নজরদারিতে থাকছেন ডেপুটি কমিশনার/এডিসিপি পদমর্যাদার ৯ আধিকারিক। এছাড়া অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন ১২ জন।

3 / 5
ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন ৩১ জন। কনস্টেবল মোতায়েন থাকবেন ২২০০জন। ট্রাফিক হোমগার্ড থাকবেন ২০০ জন। বিধাননগর কমিশনারেটের মূল প্রবেশদ্বার এবং বেরোনোর রাস্তার ১০ জায়গায় নাকা চেকিং করা হবে।

ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন ৩১ জন। কনস্টেবল মোতায়েন থাকবেন ২২০০জন। ট্রাফিক হোমগার্ড থাকবেন ২০০ জন। বিধাননগর কমিশনারেটের মূল প্রবেশদ্বার এবং বেরোনোর রাস্তার ১০ জায়গায় নাকা চেকিং করা হবে।

4 / 5
মহিলাদের নিরাপত্তার জন্য নামছে উইনার্স টিম। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আধিকারিকরা ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে। থাকবে স্পেশাল কুইক রেসপন্স টিমও।

মহিলাদের নিরাপত্তার জন্য নামছে উইনার্স টিম। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আধিকারিকরা ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে। থাকবে স্পেশাল কুইক রেসপন্স টিমও।

5 / 5
Follow Us: