কলকাতা: লালন শেখ (Lalan Seikh) মৃত্যু মামলায় সিট (SIT) গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বগটুইকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার লালন শেখ রহস্যমৃত্য়ু মামলার রায়দান ছিল। সেখানেই আদালত এই রায় দেয়। লালন শেখ মৃত্যুর তদন্ত করবে আদালত এর তৈরি করা সিট। আইপিএস প্রণব কুমারের (আইজিপি) নেতৃত্বে সিট তদন্ত করবে। সঙ্গে থাকবেন হোমিসাইডের বীরেশ্বর চট্টোপাধ্যায়। এই দু’জন আধিকারিকই ঠিক করবেন এই সিটে আর কারা থাকবেন। এক সপ্তাহের মধ্যে টিম গঠন করতে হবে। রাজ্যকে আদালতের এই নির্দেশ আদালতের তৈরি করে দেওয়া সিটে পাঠাতে হবে। তবে সিবিআই অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা সিট নিতে পারবে না। তদন্ত আদালতের তৈরি করা সিট করলেও চূড়ান্ত রিপোর্ট আদালতকে না জানিয়ে দেওয়া যাবে না।
বীরভূমের বগটুইয়ে গণহত্যার ঘটনায় অন্য়তম মূল অভিযুক্ত ছিলেন লালন শেখ। বগটুই হত্যাকাণ্ডের ৯ মাস পর গ্রেফতার করা হয় লালনকে। সেই গ্রেফতারির ৯ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। গত ডিসেম্বরের শেষের দিকে রামপুরহাটে সিবিআইয়ের যে অস্থায়ী ক্যাম্প, তারই শৌচালয় থেকে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এই ঘটনায় লালনের পরিবারের দাবি ছিল, এটা খুন করে ঝুলিয়ে দেওয়ার ঘটনা। লালনের জিভ কাটা ছিল, তাঁর পায়েও আঘাত ছিল বলে দাবি করে পরিবারের লোকজন। এমনকী যখন লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন তাঁর পা মাটির সঙ্গে লেগে ছিল বলেও দাবি করে পরিবারের লোকজন।
ময়নাতদন্তের যে রিপোর্ট আসে, তাতে অবশ্য গলায় ফাঁস লেগে মৃত্যুর কথা লেখা ছিল। এই মামলায় আগেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোড টেস্টও করা হয়। মামলা হয় হাইকোর্টে। প্রথমে সিআইডি তদন্ত করলেও সিবিআইয়ের হাতে অথবা কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ার কথা বলে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এদিন মামলার শুনানি হয়।