কলকাতা: ব্যবসায় উন্নতি আনতে গেলে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন আইডিয়া আনার প্রয়োজনের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরেই এদিন পুরনো একটি ঘটনার কথা তুলে ধরলেন মমতা। জানালেন, কীভাবে তাঁর দেওয়া একটি আইডিয়া বোরোলিনের ব্যবসাকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছে। বোরোলিন বাঙালির ঘরে ঘরে পরিচিত। কোথাও কেটে গেলে, বা শীতকালে ত্বক মসৃণ রাখতে অনেকেই বোরোলিন ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী জানালেন, তিনিও ঠোঁট শুকিয়ে যাওয়া বন্ধ করতে বোরোলিন ব্যবহার করেন। কিন্তু আগে এই বোরোলিনের ক্রিমটি তাঁর আঠার মতো লাগত। সেই কারণে তিনি অরূপ বিশ্বাসকে একবার বলেছিলেন বোরোলিনের কর্তাদের ডেকে পাঠানোর জন্য।
সেই সময় বোরোলিনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, ‘আপনাদের বোরোলিন আঠার মতো লাগছে। তাই বিক্রি কমছে। বোরোলিনটা সফ্ট করুন। যেন ঠোঁটে দিলে কিছু মনেই না হয়।’ মুখ্যমন্ত্রী এদিন আরও জানালেন, তিনিই চন্দনের সেন্টের বোরোলিনের আইডিয়া দিয়েছিলেন। সেই মতো বোরোলিন তৈরি করে তারা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন। তারপর আজকের দিনে যে চন্দনের বোরোলিন, ভ্যানিলা বোরোলিন তৈরি হচ্ছে, সেই কথাও বললেন মমতা। বললেন, ‘আমার এই একটা আইডিয়াতে বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় এক একটা ছোট ছোট টিপস আছে, যেগুলি করলে অনেক কাজে লাগে।’
উল্লেখ্য, এদিন পশ্চিমবঙ্গের মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিলন উৎসবে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে রাজ্যের মিষ্টির ব্যবসাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। যুগের সঙ্গে খাপ খাইয়ে ব্যবসাকে পরবর্তী পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায়, তা বোঝাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই বোরোলিনকে দেওয়া তাঁর এই টিপসের কথা বললেন মমতা।