২ হাজারের নীচে নেমে এল করোনার দৈনিক সংক্রমণ, ৫০-এর কম মৃত্যু রাজ্যে

একাধিক জেলায় সংক্রমণের হারও নিম্নমুখী। সোমবার রাজ্যের ১৩ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে।

২ হাজারের নীচে নেমে এল করোনার দৈনিক সংক্রমণ, ৫০-এর কম মৃত্যু রাজ্যে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 21, 2021 | 8:41 PM

কলকাতা: রাজ্যে কমে আসছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে কমছে মৃত্যুও। অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। একাধিক জেলায় সংক্রমণের হারও নিম্নমুখী। সোমবার রাজ্যের ১৩ টি জেলায় করোনায় কোনও মৃত্যু হয়নি। সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে দ্রুতগতিতে। সোমবারের করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, দৈনিক আক্রান্ত কমে নেমে এসেছে ২ হাজারের নীচে। স্বস্তি দিয়ে দৈনিক মৃত্যুও কমে হয়েছে ৫০-এর কম। যত সংখ্যক টেস্ট হয়েছে তার মধ্যে পজিটিভিট ধরা পড়েছেন মাত্র সাড়ে ৩ শতাংশ মানুষ।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোভিড বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ১৮৪ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৫৩। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭৬ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৭৪০ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৪৭ হাজার ৭৭১ টি নমুনা পরীক্ষা হয়েছে।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৭। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-৩।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩। রবিবার মৃত-১, সোমবার মৃত-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১২ জন। রবিবার মৃত-৭, সোমবার মৃত-৮।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। রবিবার মৃত-৪, সোমবার মৃত-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪ জন। রবিবার মৃত-১, সোমবার মৃত-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। রবিবার মৃত-০, সোমবার মৃত-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৯ জন। রবিবার মৃত-৩, সোমবার মৃত-৫।

হুগলি– গতকাল আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। রবিবার মৃত-৭, সোমবার মৃত-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩৬ জন। রবিবার মৃত-৯, সোমবার মৃত-১০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪২ জন। রবিবার মৃত-৭, সোমবার মৃত-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৪ জন। রবিবার মৃত-৭, সোমবার মৃত-৯।