C V Ananda Bose: ‘দুর্গা ভারত সম্মান’ দেবেন রাজ্যপাল বোস, কারা পাবেন রাজভবনের স্বীকৃতি

CV Ananda Bose: দুর্গাপুজো উপলক্ষে বিশেষ সম্মান চালু করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে দেওয়া হবে 'দুর্গা ভারত সম্মান'। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল বোস। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজনকে এই সম্মাননা দেবেন বাংলার সাংবিধানিক প্রধান।

C V Ananda Bose: 'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল বোস, কারা পাবেন রাজভবনের স্বীকৃতি
'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল বোসImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 7:31 PM

কলকাতা: বাংলার দুর্গাপুজো আজ গোটা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছে। কলকাতার দুর্গোৎসবকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। দুর্গাপুজো বাঙালির সংস্কৃতি, বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে। এবার সেই দুর্গাপুজো উপলক্ষে বিশেষ সম্মান চালু করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন থেকে দেওয়া হবে ‘দুর্গা ভারত সম্মান’। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল বোস। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজনকে এই সম্মাননা দেবেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজভবন থেকে ইতিমধ্যেই মনোনয়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও ব্যক্তি বিশেষ কিংবা নাগরিক সমাজ বা কোনও প্রতিষ্ঠান রাজভবনের এই সম্মাননার জন্য মনোনয়ন করতে পারে। মনোনয়ন পাঠানোর শেষ দিন ৩০ সেপ্টেম্বর।

শিক্ষা, সাহিত্য, শিল্প, সামাজিক কাজকর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, গবেষণা, ক্রীড়া, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিস সার্ভিস, বাণিজ্য, চিকিৎসা-সহ আরও অন্যান্য অনেক ক্যাটেগরিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিকাশে বিশেষ উদ্যোগকে সম্মানিত করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্গা ভারত সম্মানে বিভিন্ন ধরনের সম্মাননার ব্যবস্থা রাখা হচ্ছে। দুর্গা ভারত পরম সম্মান, দুর্গা ভারত সম্মান ও দুর্গা ভারত পুরস্কার- এই তিন ধরনের সম্মাননার ব্যবস্থা করছে রাজভবন। পুরস্কারমূল্য হিসেবে দেওয়া হবে যথাক্রমে ১ লাখ টাকা, ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা।

উল্লেখ্য, দুর্গাপুজোর মরশুমে বাংলার বিভিন্ন দুর্গাপুজোর আয়োজকদের বিশেষ সম্মান দিয়ে থাকে রাজ্য সরকারও। মণ্ডপসজ্জা, প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটেগরিতে দুর্গাপুজোর আয়োজকদের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দিয়ে থাকে রাজ্য সরকার। আর এবার দুর্গাপুজোর মরশুমে সম্মাননার ডালি সাজিয়ে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘দুর্গা ভারত সম্মান’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন।