AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল, আগামিকাল বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে

কী কারণে রাজ্যপালের আচমকা এই সফর তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তিনি কবে ফিরে আসবেন তাও এখনও নির্দিষ্ট নয়।

আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল, আগামিকাল বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
ফাইল চিত্র
| Updated on: Jan 08, 2021 | 8:30 PM
Share

কলকাতা: আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সূত্রের খবর, শুক্রবার রাতেই কলকাতা বিমানবন্দর থেকে রাজধানীর বিমানে চেপে বসবেন তিনি। কী কারণে রাজ্যপালের আচমকা এই সফর তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তিনি কবে ফিরে আসবেন তাও এখনও নির্দিষ্ট নয়। তবে রাজভবন ও নবান্নের সাম্প্রতিক ‘সম্পর্কের’ বিচারে এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আগামিকাল তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি বৈঠকে বসতে চলেছেন। ইদানীং সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে রাজ্যপাল একাধিকবার সরব হয়েছেন, তার নিরিখে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। ফলে বৈঠক শেষে কী বার্তা উঠে আসে, সেদিকে নজর থাকবে গোটা দেশের।

মনে রাখতে হবে, একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়ে সাক্ষাৎ করেছিলেন রাজ্যপালের সঙ্গে। দুই তরফেই একে নতুন বছর উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দাবি করা হয়েছিল। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, বর্তমানে রাজ্যপাল বারবার যেভাবে নানাবিধ বিষয়ে সরকার তথা সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানায় নিয়েছেন, সেই পরিস্থিতির নিরিখে এই সৌজন্য সাক্ষাৎ অত্যন্ত অর্থবহ।

আরও একটি লক্ষ্যণীয় বিষয়, আগামিকাল রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঠিক তার আগেই রাজ্যপালের এই সফর রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে কতটা তাতপর্যপূর্ণ হয়ে ওঠে, সেটাই এখন দেখার।