BLO: টাকা পাচ্ছেন না BLO-রা, রাজ্যের কাছে বকেয়া ৯০ কোটি
SIR in Bengal: ডেডলাইনের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছেন, এমন অভিযোগও সামনে এসেছে বিএলও-দের পরিবারের তরফে। সম্প্রতি সেই বিএলও-দের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে কমিশন। এদিকে, টাকা কেন ঢুকছে না, তা নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন বিএলও-রা।

কলকাতা: রাজ্য সরকারের তরফ থেকে কোনও টাকা দেওয়া হচ্ছে না, তাই বুথ লেভেল অফিসারদের টাকা মেটাতে সমস্যা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলও (BLO)-দের প্রাপ্য টাকা বাবদ প্রায় ৯০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু এখনও কোনও টাকা না আসায় বিএলও-দের পারিশ্রমিক মেটানো সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহের মধ্যেই প্রায় ৭০ কোটি টাকা সরকারের তরফ থেকে আসতে চলেছে বলেই খবর নির্বাচন কমিশন সূত্রে।
মোট ১৮ হাজার টাকা করে পাবেন প্রত্যেক বিএলও। আগামী সপ্তাহে টাকা এলেই বেশিরভাগটাই দিয়ে দেওয়া হবে বিএলও-দের। বাকি জেলাশাসকদের কিছু বিল আছে, সেখানে দেওয়া হবে। যে টাকা বাকি থাকবে সেটা এসআইআর শেষ হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হবে। আগামী সপ্তাহেই বিএলও-দের টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।
এসআইআর-এর যে কাজ চলছে, তাতে বিএলও-দের বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলি করতে হয়েছে, তারপর সেগুলি আবার সংগ্রহ করতে হয়েছে। অনুপস্থিত ভোটারদের বাড়ি একাধিকবার যেতে হয়েছে। এই কাজ করতে গিয়ে অনেক বিএলও অসুস্থ হয়ে পড়েছে। এমনকী ডেডলাইনের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছেন, এমন অভিযোগও সামনে এসেছে বিএলও-দের পরিবারের তরফে। সম্প্রতি সেই বিএলও-দের টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে কমিশন।
আগে ৬ হাজার টাকা করে দেওয়া হত বিএলও-দের। ঘোষণা অনুযায়ী, বুথ লেভেল অফিসাররা এবার থেকে ১২ হাজার টাকা করে পাবেন। শুধু বিএলও-রাই নন, বিএলও সুপারভাইজররাও এবার থেকে ১২ হাজার টাকার বদলে ১৮ হাজার টাকা করে পাবেন বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া, এআরও(ERO)-রা এবার থেকে ৩০ হাজার টাকা করে পাবেন। এইআরও (AERO)-রা ২৫ হাজার টাকা করে পাবেন। আগে তারা কোনও টাকা পেতেন না। ২০১৫ সাল থেকে বিএলও এবং বিএলও সুপারভাইজররা এই ধার্য ভাতা পেয়ে আসছিলেন। সম্প্রতি সেই ভাতা বাড়িয়ে দেওয়া হল প্রায় ১০ বছর পর।
