কলকাতা: সোমবার বিকেলে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির (Private Hospitals) সঙ্গে বৈঠকে বসেছিল স্বাস্থ্যভবন (Swastha Bhawan)। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে খরচের সীমা সংক্রান্ত বিভিন্ন ইস্যু। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের তরফে স্বাস্থ্যভবনকে জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি হাসপাতালের খরচ বাঁধা সম্ভব নয়। খরচ নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। সেক্ষেত্রে একটি দুটি চিকিৎসার ক্ষেত্রে খরচ নিয়ে পর্যালোচনা করা যেতে পারে, তবে সামগ্রিকভাবে খরচ বেঁধে দেওয়া সম্ভব নয় বলেই মত বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের। তবে রাজ্য সরকারের সঙ্গে এই বৈঠক ফলপ্রসু বলেই জানাচ্ছে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন।
এর পাশাপাশি রাতে রোগী ভর্তির সময় ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না বলে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতেও সায় নেই বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের। তাঁদের বক্তব্য, কোভিডের সময় যে অ্যাভভাইজরিগুলি ছিল, সেগুলিকেই আইন আকারে বলবৎ করতে চাইছে স্বাস্থ্যভবন। বেসরকারি হাসপাতালগুলির বক্তব্য কোভিডের পর পরিস্থিতির অনেক বদল ঘটেছে। তাদের বক্তব্য, কোভিডের সময়ে পরিস্থিতি নজিরবিহীন ছিল এবং সাধারণ সময়ে তা কার্যকর করা উচিত নয় বলেই মনে করছে বেসরকারি হাসপাতালগুলি।
প্রসঙ্গত, এদিন স্বাস্থ্যভবনের তরফে বেসরকারি হাসপাতালগুলির সংগঠনকে জানানো হয়েছে প্রতি বছর কোন চিকিৎসার জন্য কত খরচ হচ্ছে, তা স্বাস্থ্যভবনকে জানাতে হবে। দুই সপ্তাহ পরে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ফের একদফা বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্যভবন।
অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার তরফে এদিনের বৈঠকের পর এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘সাধারণ মানুষকে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বিষয়টি সবার আগে দেখতে হবে। তবে আমরা সরকার পক্ষকে জানিয়েছি, এরপর যদি আরও নিয়ন্ত্রণ চাপানো হয় তাহলে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তা এক বড় ধাক্কা হবে।’