Mamata-Kejriwal: আজ মমতা-কেজরীবাল বৈঠক, ২৪-এর আগে নতুন কোনও বার্তা?

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

May 23, 2023 | 6:44 AM

Bengal: ২৩ মে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মহারাষ্ট্রে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও বৈঠক করার কথা কেজরীবালের।

Mamata-Kejriwal: আজ মমতা-কেজরীবাল বৈঠক, ২৪-এর আগে নতুন কোনও বার্তা?
মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরীবাল (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: গোয়ার নির্বাচন পর্বে সম্পর্কের দূরত্ব এখন অতীত। আবার কাছাকাছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। মঙ্গলবার নবান্নে এই দুই অবিজেপি নেতৃত্বের বৈঠকের দিকে নজর দেশের রাজনৈতিক মহলের। ২০২৪-কে সামনে রেখে এই দুই মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেসের সঙ্গে এই দুই নেতৃত্বের সম্পর্কের যে সমীকরণ সে আবহেও এই সাক্ষাৎ আলাদা গুরুত্বের দাবিদার। সম্প্রতি কর্নাটকে কংগ্রেসের জয়ের পর সেই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথমদিকে অত্যন্ত সতর্কভাবেই এড়িয়ে গিয়েছেন কংগ্রেসের নাম। কর্নাটকের জয়কে মানুষের জয় বলেই আখ্যা দিয়েছেন তিনি। সেখানে কংগ্রেসকে আলাদা করে গৌরবের ভাগীদার করেননি মমতা। এমনকী কর্নাটকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানো হলেও যাননি। তাঁর দলের তরফে প্রতিনিধিত্ব করেছেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকই পাননি কেজরীবাল।

আবার সেই অনুষ্ঠানে গড়হাজির ছিলেন অখিলেশ যাদবও। সম্প্রতি মমতার সঙ্গে দেখা করেছেন নীতীশ কুমার, তেজস্বী যাদব। আগেই বাংলায় ঘুরে গিয়েছেন অখিলেশ যাদব, এইচডি কুমারস্বামী। তাঁরা প্রত্য়েকেই এমন রাজনৈতিক দলের মুখ, যা বিজেপি-বিরোধী। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গেও সম্পর্ক খুব মসৃণ, তেমনটাও নয়।

এমনই প্রেক্ষাপটে কর্নাটকে কংগ্রেসের জয়ের পর অকংগ্রেসি আবার অবিজেপি জোটের দুই গুরুত্বপূর্ণ নেতার বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আগামী চব্বিশের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে জোট নিয়ে এই দুই নেতা কী বক্তব্য রাখেন, আদৌ কিছু বলেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Next Article