কলকাতা: নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। এর আগে নবান্নে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী ছিলেন। যদিও সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নওশাদের। এরইমধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ। নিরাপত্তার আশঙ্কার কথা বারবার সেই চিঠিতে উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ রয়েছে, ভাঙড়ের গত দু’দিনের হিংসার ঘটনাও। এই প্রথম নয় এর আগে ২২ মে অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন নওশাদ। সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছিলেন তিনি।
আগামী ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট রাজ্যে। এই ভোটের মনোনয়নপর্ব থেকেই রাজ্যের একাধিক জায়গায় হিংসার অভিযোগ এসেছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মনোনয়ন কেন্দ্র। এরমধ্যে ভাঙড়ের ছবিটা ভয়ঙ্কর। মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, লাঠিসোটা নিয়ে চড়াও হওয়া, হিংসায় প্রাণনাশের মতো ঘটনাও দেখেছে ভাঙড়।
ইতিমধ্যেই মনোনয়নপর্বের অশান্তি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, অমিত শাহকে ফোন করেন তিনি। তাঁর কাছ থেকে পরিস্থিতির খোঁজ খবর নেন। অন্যদিকে মনোনয়নপর্বের অশান্তি নজরে রয়েছে কেন্দ্রীয় তপশিলি কমিশনেরও। কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন এই নিয়ে। প্রশ্ন তুলেছেন বিরোধী তথা তপশিলি প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। এবার রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক সরাসরি নিরাপত্তাহীনতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্পষ্ট লিখেছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক তাঁকে।