Dengue: গতবারের ভয়াবহ অভিজ্ঞতা, ডেঙ্গি সামলাতে এবার আগেভাগেই ময়দানে নবান্ন

Sourav Dutta | Edited By: সায়নী জোয়ারদার

Mar 23, 2023 | 9:52 PM

Dengue: ২০২২ সালে দুর্গাপুজোর আগে আগে রাজ্যে মাথাচাড়া দিয়েছিল ডেঙ্গি। মশাবাহিত এই রোগের দাপটে কার্যত পর্যুদস্ত হয়েছে জনজীবন।

Dengue: গতবারের ভয়াবহ অভিজ্ঞতা, ডেঙ্গি সামলাতে এবার আগেভাগেই ময়দানে নবান্ন
ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন।

Follow Us

কলকাতা: গত বছর ভয়াবহ আকার নিয়েছিল ডেঙ্গি (Dengue)। কলকাতা-সহ একাধিক জেলায় ডেঙ্গি প্রাণ কেড়েছে বহু মানুষের। সেই ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে এবার গ্রীষ্মের শুরুতেই ডেঙ্গি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নবান্ন। বিভিন্ন দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলাশাসকদের নিয়ে বৃহস্পতিবার এই বৈঠক হয়। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, অর্থ সচিবও ছিলেন এই বৈঠকে। ডেঙ্গি মোকাবিলা ও ডেঙ্গির চিকিৎসায় ৮১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবার। এদিনের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি হয়েছে। ২০২২ সালে দুর্গাপুজোর আগে আগে রাজ্যে মাথাচাড়া দিয়েছিল ডেঙ্গি। মশাবাহিত এই রোগের দাপটে কলকাতার বিস্তীর্ণ এলাকার জনজীবন পর্যুদস্ত হয়েছে। জেলায় জেলায় মারণ হুমকি হয়ে উঠেছিল এই ডেঙ্গি। তাই এবার আগেভাগেই ময়দানে নবান্ন।

গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

১. গ্রাম, শহরে ভেক্টর কন্ট্রোলের কাজ ও ঘরে ঘরে সচেতনা প্রচারে নামানো হবে প্রচুর কর্মী।

২. শহরতলিগুলিতে ইতিমধ্যেই ভেক্টর কন্ট্রোলের কাজ শুরু হয়ে গিয়েছে। মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কাজ চলবে।

৩. গ্রামীণ এলাকার ক্ষেত্রে ১৫ জন সদস্যর টিম থাকবে প্রতি গ্রামপঞ্চায়েত এলাকায়। তারা বাড়ি বাড়ি যাবে, ভেক্টর কন্ট্রোলের কাজ করবে। ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে।

৪. ডেঙ্গি পরীক্ষার কেন্দ্র বাড়ানো হবে এবার।

৫. খাল পরিষ্কারে বিশেষ নজর দেওয়া হবে।

৬. জলা জায়গা, বদ্ধ বাড়ি, বাস ডিপো, ডাম্পিং গ্রাউন্ড, ফাঁকা জায়গা বর্ষা আসার আগেই পরিষ্কার করা হবে। চলবে নজরদারি।

৭. প্রায় ৮৫০০ মেডিক্যাল অফিসার ও প্যারামেডিক্যাল স্টাফকে প্রশিক্ষিত করা হবে। ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসায় কাজ করবেন তাঁরা।

৮. আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বনির্ভর গোষ্ঠী, মিউনিসিপাল ওয়ার্ড কমিটি সতর্কতার কাজে থাকবেন।

৯. ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত ডেঙ্গি সপ্তাহ হিসাবে দেখা হবে। এই সময়ের মধ্যে ব্যাপকভাবে স্বচ্ছতা অভিযান চলবে। গ্রাম, শহর সর্বত্রই চলবে তা।

১০. ভেক্টর কন্ট্রোলে যাঁরা কাজ করবেন, বাড়ি বাড়ি সচেতনতার কাজে যাবেন যাঁরা, সকলকে পরিচয়পত্র ও জ্যাকেট দেওয়া হবে।

Next Article