কলকাতা: বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে। আলিপুর হাওয়া অফিস বলছে, শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন উপরের জেলাতে ও মালদহ, দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপরের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার একটু বেশি বৃষ্টি হবে আগামী দুই দিন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। ২৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩০ ও ১ তারিখ এই বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা দুই বঙ্গে একই থাকবে। একটি নিম্নচাপ রয়েছে, তার প্রভাবে কিন্তু উপকূলের জেলাগুলোতে একটু হাওয়ার গতি থাকবে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি বজায় থাকবে। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
উত্তর বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এর মধ্যে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণ, ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ থাকবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু,রাজস্থান ও সংলগ্ন এলাকায় এবং মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তীসগঢ় সংলগ্ন এলাকায়।