কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের রায়কে ঐতিহাসিক বলে মনে করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajib Sinha) ভূমিকা নিয়েও অসন্তোষ গোপন করলেন না শুভেন্দু। বললেন, ‘যখন সুযোগ ছিল, তখন রাজ্যপাল ওনাকে (রাজীব সিনহাকে) বাদ দিয়ে প্যানেল থেকে অন্যদের নিতে পারতেন। আমার মনে হয় অন্য যাদের নাম পাঠানো হয়েছিল, এম ভি রাও বা অজিত বর্ধন… তাঁরা রাজীব সিনহার মতো এতটা খারাপ হতেন না।’ এরপর শুভেন্দু আরও বলেন, ‘রাজ্যপালের যখন করার দরকার ছিল, তখন উনি করেননি। রাজীব সিনহাকে উনি আটকাতে পারতেন। কয়েকদিন আটকেও ছিলেন।’
সম্প্রতি রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল রাজভবনে গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলতে। রাজ্যে নির্বাচনের আগে মনোনয়ন পর্বে অশান্তি ও গোলমালের বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলেন তাঁরা। সেই প্রসঙ্গও এদিন উঠে আসে শুভেন্দু অধিকারীর কথায়। বললেন, ‘আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়েছিল। তারপর উনি কথা বলছেন। কিন্তু ওনার কথা শুনবে কেন? উনি তো পরামর্শদাতা। আইনে রাজ্যপাল পরামর্শ দিতে পারেন। ওনার পরামর্শ কখনও বাধ্যতামূলক নয়।’
উল্লেখ্য, রাজ্যপাল ইতিমধ্যেই প্রাক-নির্বাচনী অশান্তির পরিস্থিতি নিয়ে কড়া বিবৃতি দিয়েছেন। কোনওভাবেই যে গুন্ডা ও দুষ্কৃতীদের রাজ কায়েম হতে দেওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলায় প্রাক-নির্বাচনী পর্যায়ে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, তা দেখেও স্তম্ভিত রাজ্যপাল। রাজ্যপাল কড়া ভাষায় বিবৃতিতে উল্লেখ করেছেন, নির্বাচনে জয় নির্ভর করে ভোটের উপর, মৃত্যুর উপর নয়।
এদিকে ভাঙড়ের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও এদিন রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে আইএসএফ বিধায়ক বললেন, ‘আইএসএফকে ভয় পাচ্ছেন কমিশনার। একজন নির্বাচন কমিশনার ওনার প্রতিনিধি দিয়ে বারবার ডাকলেন। অথচ এরপরও সৌজন্যতা দেখালেন না।ট