কলকাতা: রবিবার সাতসকালে চেতলার বাড়িতে সিবিআই অভিযান। আর তারপর আজ রাজভবনের বাইরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ধরনামঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ মন্ত্রী ফিরহাদ হাকিমের। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের তথা রাজ্য সরকারের জিরো টলারেন্স ভাবমূর্তির কথাও তুলে ধরেন ববি হাকিম। সেই সময়েই কারও নাম না করে বললেন, “এই দুর্নীতিতে নিশ্চিতভাবে ব্রাত্যর আগে একজন অত্যন্ত অন্যায় করেছে। আমি-অভিষেক সবাই মিলে সাংবাদিক বৈঠকে বসে নিন্দা জানিয়েছি। যে কোনও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যদিও আমার বিরুদ্ধে কিছু প্রমাণ হয়, আমাকেও তাড়িয়ে দেবে। কিন্তু তার মানে সবাই অন্যায় করেছে? সবাই দুর্নীতি করেছে? আসলে বিজেপি তৃণমূলকে ভয় পাচ্ছে।”
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই একাধিক গ্রেফতারি হয়েছে। তালিকায় রয়েছে তৃণমূলের ছোট-বড়-মাঝারি মাপের নেতারা। গ্রেফতারির শুরুটা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে। পার্থর নাকতলার বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ পর্বের শেষে তাঁকে গ্রেফতার করেছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। গতবছরের জুলাইয়ে গ্রেফতারির পর থেকে এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন এখনও অধরা পার্থর।
এদিন রাজভবনের বাইরের ধরনামঞ্চ থেকে সরাসরি কারও নাম না করলেও, ঠারেঠোরে সবটাই বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব আগে, এই দায়িত্ব সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়।
তৃণমূল যে দুর্নীতির সঙ্গে কোনও আপস করে না, তা এর আগেও একাধিকবার স্পষ্ট করেছে রাজ্যের শাসক শিবির। পার্থর গ্রেফতারির পর পরই তাঁকে দলীয় সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অতি সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছিল পার্থর গ্রেফতারির প্রসঙ্গ। নিয়োগ মামলায় সম্প্রতি কলকাতায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে ডেকে পাঠিয়েছিল ইডি। প্রায় ৯ ঘণ্টা পর ইডির অফিস থেকে বেরিয়ে অভিষেকের মুখে শোনা গিয়েছিল পার্থর জেলবন্দি দশার কথা। বলেছিলেন, “১৪ মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বলুন তো কী সুরাহা হয়েছে? কে পেয়েছে ন্যয়বিচার?” আর আজ অভিষেকের ধরনা মঞ্চ থেকেই ফের নাম না করে ‘ব্রাত্যর আগের একজনের অন্যায়’ নিয়ে মুখ খুললেন ফিরহাদ।