Firhad Hakim: হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম, আচমকা কী হল

Firhad Hakim: প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সন্ধেয় আচমকা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। সেই কারণেই তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। কোমরের যন্ত্রণার জন্য মেয়রকে একটি ইঞ্জেকশন নিতে হবে বলে জানা যাচ্ছে। সেই ইঞ্জেকশন নেওয়ার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

Firhad Hakim: হাসপাতালে ভর্তি মেয়র ফিরহাদ হাকিম, আচমকা কী হল
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 10:04 PM

কলকাতা: সোমবার সন্ধেয় হঠাৎই হাসপাতালে নিয়ে যেতে হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতার মহানাগরিক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সন্ধেয় আচমকা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন তিনি। সেই কারণেই তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। কোমরের যন্ত্রণার জন্য মেয়রকে একটি ইঞ্জেকশন নিতে হবে বলে জানা যাচ্ছে। সেই ইঞ্জেকশন নেওয়ার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ওই ইঞ্জেকশনটি দিতেই আপাতত এক রাতের জন্যই তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে, আগামিকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে মেয়রকে।

রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। সঙ্গে কলকাতার মেয়রও। দিনভর শত ব্যস্ততার মধ্যে থাকতে হয় ফিরহাদকে। গঙ্গাসাগর মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার। সেক্ষেত্রেও ফিরহাদের কাঁধে রয়েছে গুরু দায়িত্ব। কারণ, প্রচুর পূন্যার্থী কলকাতা হয়েই গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেন। কয়েক দিন পরই গঙ্গাসাগরের মেলার তদারকিতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। তার আগে এদিন সন্ধেয় হঠাৎ কোমরে অসহ্য যন্ত্রণা কারণে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে মন্ত্রীমশাইকে।

প্রাথমিকভাবে মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেকেই। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, কোমরের যন্ত্রণার জন্য তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হবে। তারপর শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে, আগামিকালই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।