WB Panchayat Elections: ভোটের চার দিন আগে দফা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা ঠুকলেন অধীর

সিজার মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2023 | 12:19 PM

WB Panchayat Polls 2023: ভোটে দফা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতে যাবেন তা আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন কংগ্রেস দলনেতা।

WB Panchayat Elections: ভোটের চার দিন আগে দফা বাড়ানোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা ঠুকলেন অধীর
হাইকোর্টে অধীর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ফের আদালতের দ্বারস্থ কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir chowdhury)। পঞ্চায়েত ভোটের চারদিন বাকি আর। তার আগে নির্বাচনের দফা বাড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে এক দফার নির্বাচনে অশান্তি বাড়তে পারে এই আশঙ্কা করে মামলা করলেন অধীর।

ভোটে দফা বাড়ানোর আর্জি জানিয়ে আদালতে যাবেন তা আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন কংগ্রেস দলনেতা। তিনি জানিয়েছিলেন এক দফায় এই রাজ্যে কখনও অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। অধীর বলেন, “একদফায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হতে পারে না। তাই দফা বাড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেস সোমবার আদালতে যাচ্ছি।”

মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে প্রচার পর্যন্ত নিত্যদিন অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে বোমা উদ্ধার যেমন হচ্ছে, সামনে আসছে মৃত্যুর খবরও। অধীরের বক্তব্য, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলিতে বিরোধী দলের কর্মীরা নিত্যদিন আহত হচ্ছেন। ফলে ভোটের দিন শান্তিপূর্ণ নির্বাচন আদৌ সম্ভব কি না প্রশ্ন তুলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস দলনেতা। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি। মঙ্গলবার শুনানি সম্ভাবনা।

তবে একা অধীর নন, দফা বাড়ানোর আর্জি জানিয়েছে আইএসএফও। আদালতেও গিয়েছে তারা। মামলা দায়েরের হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Next Article