কলকাতা: ভোটের বাংলায় বেলাগাম অশান্তির অভিযোগে সরব বিরোধীরা। এরইমধ্য়ে শনিবার ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। এরইমধ্যে রাজভবন সূত্রে রাজ্যপালের ক্যানিং যাওয়ার খবর সামনে এসেছে। যাবতীয় কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার ভাঙড়ে গিয়েছিলেন রাজ্যপাল বোস। যে ভাঙড় গত কয়েকদিন পঞ্চায়েতের মনোনয়নপর্বকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের আকার নেয়। এই মনোনয়ন ঘিরেই উত্তপ্ত হয় ক্যানিংও। শনিবার অর্থাৎ আজ ক্যানিংয়ে যাচ্ছেন তিনি।
শনিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার বলেন, “আমি গতকাল বাসন্তী গিয়েছিলাম। সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা ওনাকে বলেছি। জ্যোতিষপুরে আমাদের প্রার্থীর বাড়িঘর ভেঙে দিয়েছে। লুঠপাট চলেছে। সবটাই রাজ্যপালকে বলেছি। এসসি সম্প্রদায়ের মানুষের উপরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। রাজ্যপাল সেটা মেনেও নিয়েছেন।”
একইসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যপাল তাঁর কথা সমর্থন করে জানিয়েছেন, কোনও অবস্থায় সমাজের পিছিয়ে পড়া মানুষের উপর এই অত্যাচার মেনে নেওয়া যাবে না। উনি আশ্বস্ত করেছেন হিংসা বন্ধ করতে যা পদক্ষেপ করা দরকার তা করা হবে। সুকান্তর কথায়, “আমার সামনে উনি বলেছেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।”
একইসঙ্গে সুকান্ত দাবি করেন, হিংসাস্থল ঘুরে দেখে বেশ কিছু দুষ্কৃতীর নাম তিনি জানতে পেরেছেন, তাদের সরাসরি যোগ রয়েছে এই ঘটনায়। বিজেপির রাজ্য সভাপতির আরও বক্তব্য, ভাঙড়ের স্থানীয় মানুষ রাজ্যপালকে জানিয়েছেন, তৃণমূলের সরাসরি যোগ রয়েছে এই হিংসায়। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ ভোট করানোর জন্য যা যা করা দরকার সবই করা হবে বলে রাজ্যপাল তাঁকে জানিয়েছেন বলেও দাবি সুকান্ত মজুমদারের।