Kolkata Airport: বিমান সেবিকাকে দেখে যাত্রীর নোংরা অঙ্গভঙ্গি, কলকাতায় বিমান অবতরণের পরই হল ব্যবস্থা…
Kolkata: শুক্রবার বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ লখনউ থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান ৬ই ৬৪৬৯ উড়ান নেওয়ার পরই অভিযুক্ত যুবক অন্য এক যাত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
কলকাতা: বিমান তখনও আকাশে উড়ছে। সমস্ত যাত্রীরা নিয়মমাফিক নিজের নিজের আসনে বসে। এরইমধ্যে দুই যাত্রীর কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি ক্রমেই সীমা পার করছে দেখে এগিয়ে আসেন বিমান সেবিকা। তিনি দুই যাত্রীকে বোঝানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় ঝগড়ায় লিপ্ত এক যুবক হঠাৎই নোংরা কথা বলতে থাকেন বিমান সেবিকাকে। এমনকী মাঝ আকাশে যাত্রী ও বিমান সেবিকার সঙ্গে খারাপ ব্যবহার, অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান ওই বিমান সেবিকা। এরপরই বিমান রানওয়ের মাটি ছুঁতেই অভিযুক্তকে প্লেন থেকে নামিয়ে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। শুক্রবারের এই ঘটনা ঘিরে হইহই পড়ে যায় বিমানবন্দরে।
শুক্রবার বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ লখনউ থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান ৬ই ৬৪৬৯ উড়ান নেওয়ার পরই অভিযুক্ত যুবক অন্য এক যাত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। ক্রমেই পরিস্থিতি গরম হতে শুরু করে। তা দেখেই ওই বিমান সেবিকা ওই যুবকের আসনের দিকে এগিয়ে যান। অভিযোগ, সেই সময় অশ্রাব্য ভাষায় কথা বলতে থাকেন যুবক।
অভিযোগ, খারাপ কথার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গিও করতে থাকেন বিমান সেবিকাকে উদ্দেশ্য করে। এরপরই ওই বিমান সেবিকা বিমানের ক্যাপ্টেনকে সম্পূর্ণ ঘটনা জানান। এরপর বিমানটি সন্ধ্যা ৬.২২ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পরই নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে ওই যাত্রীকে তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই যাত্রীকে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট বিমান সংস্থায় নিযুক্ত কেবিন ক্রু লিখিত অভিযোগও দায়ের করেন।