Partha Chatterjee: জাতীয় দলের তকমা আবার ফিরে পাবে তৃণমূল, আশাবাদী ‘নিঃস্ব’ পার্থ

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের গলায় বেশ আত্মবিশ্বাসী সুর। বললেন, 'জাতীয় দলের তকমা আবার ফিরে পাবে তৃণমূল।'

Partha Chatterjee: জাতীয় দলের তকমা আবার ফিরে পাবে তৃণমূল, আশাবাদী 'নিঃস্ব' পার্থ
পার্থ চট্টোপাধ্য়ায় (গ্রাফিক্স - শুভ্রনীল দে)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 4:12 PM

কলকাতা: এককালে তিনি ছিলেন দলের মহাসচিব। মমতার মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। কখনও শিক্ষা, কখনও শিল্প। এখন অবশ্য নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিষয়ে। পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পর তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রিসভার দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু দলের ‘কঠিন’ সময়ে পাশেই রয়েছেন ‘অনুগত’ পার্থ। সম্প্রতি জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সেই নিয়ে নাগাড়ে খোঁচা দিয়ে যাচ্ছে বিরোধীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের গলায় বেশ আত্মবিশ্বাসী সুর। বললেন, ‘জাতীয় দলের তকমা আবার ফিরে পাবে তৃণমূল।’ যদিও আর কোনও মন্তব্য করতে চাননি তিনি। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পার্থ বুঝিয়ে দিলেন, তিনি দলীয় সংগঠনের উপর ভীষণভাবে আশাবাদী।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার আলিপুরে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। আদালত চত্বর থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এই কথা জানালেন তিনি। প্রসঙ্গত, এর আগেও পার্থ চট্টোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন, জেলে থাকলেও দলের পাশেই রয়েছেন তিনি। কিছুদিন আগে জোর গলায় আদালত চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, তৃণমূলের ক্ষতি কেউ করতে পারবে না। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন মহাসচিবের গলায় কিছুদিন আগে বাম ও বিজেপি একাধিক নেতার নামও শোনা গিয়েছিল। সেই নিয়েও কম চর্চা হয়নি। এবার তৃণমূলের জাতীয় দলের মর্যাদা হারানো নিয়ে মুখ খুললেন তিনি।

তৃণমূলের জাতীয় দলের তকমা হারানোর পর বৃহস্পতিবারই প্রথম পার্থ চট্টোপাধ্য়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি। আর এদিন তিনি বুঝিয়ে দিলেন, দলের সাংগঠনিক শক্তির উপর যথেষ্ট আশাবাদী তিনি। তৃণমূল যে আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে, সেই বিষয়েও মনের মধ্যে কোনও দ্বিধা নেই পার্থর। শুধু তাই নয়, এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।