কলকাতা: সকাল থেকে তেমন রোদ ওঠেনি। তবে গরম যে খুব একটা কমেছে তাও বলা যায় না। মেঘলা আকাশ থাকার জন্য গত কয়েকদিনের তুলনায় একটু হলেও আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। এ দিকে, বিকেল হতেই হঠাৎই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। ঠান্ডা বাতাস বইতে শুরু করে। শুরু হয় বৃষ্টি।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে কলকাতায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এ দিকে, অফিস ছুটির সময়ে এই বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ফলে ছাতা সঙ্গে রাখতে ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ দিকে, আজই বাংলায় ঢুকেছে বর্ষা। ৫ দিন দেরিতে বর্ষা ঢুকল উত্তরবঙ্গে। সেখানকার বেশিরভাগ জেলায় এই বর্ষা ঢুকে গিয়েছে বলে জানালেন আবহাওয়াবিদরা। তবে এটাও সত্যি, বৃষ্টি নামলেও গরম থেকে এখনও মুক্তি পাচ্ছেন না বঙ্গবাসী। ১৩ জুনের মধ্যে বর্ষা ঢুকলেও মালদা, দক্ষিণ দিনাজপুরে এখনও গরম কমবে না। বরং তাপপ্রবাহেরই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সোমবার থেকেই উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই সাগর থেকে দখিনা-পশ্চিমী বাতাস উত্তরবঙ্গে পৌঁছনো শুরু হয়েছে। সেই বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়েই যাচ্ছে। তাছাড়া মায়ানমার উপকূলের নিম্নচাপ থেকেও কিছু মেঘ ঢুকছে। বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভবিতব্য একটাই, ঘেমে কাদা হওয়া।