কলকাতা: একে বোধহয় প্রকৃত আক্ষরিক অর্থেই অশনি সঙ্কেত বলা যায়। নিরক্ষরেখার দু’পাশে যমজ ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে এবার। একটি বঙ্গোপসাগরে। অন্যটি নিরক্ষরেখার ঠিক নিচে, ভারত মহাসাগরে। এর আগেও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কীভাবে তৈরি হল এই যমজ ঘূর্ণিঝড়ের আবহ? নেপথ্যে ওয়েস্টার্লি উইন্ড বার্স্ট বা পশ্চিমী বাতাসের ‘বিস্ফোরণ’। এই পরিস্থিতি একেবারে নতুন এমনটা বলা যায় না। আবহাওয়া বিশেষজ্ঞ পার্থ মুখোপাধ্যায়ের কথায়, “এই পরিস্থিতি খুব বেশি দেখা যায় না। কিন্তু ট্রপিকাল ইন্ডিয়ান ওশান, শূন্য ডিগ্রির আশেপাশে ওয়েস্টার্লি উইন্ড বার্স্ট তৈরি হয় তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। ২০২০ সালেও এই টুইন সাইক্লোনের উৎপত্তি হয়েছিল। এবারও সেই পূর্বাভাস ছিল। সেদিকেই যাচ্ছে।”
আবহাওয়াবিদরা বলছেন, একইসঙ্গে দু’টি ঘূর্ণিঝড় তৈরি হলে দু’য়ের মধ্যে একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। কে কতটা আর্দ্রতা টানবে সেটা একটা বিষয়। আমফান, ফণির ক্ষেত্রে যেমন একটা ঘূর্ণিঝড়ই সরাসরি এসেছিল বাংলায়, এ ক্ষেত্রে তেমন ছবি দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে আপাতত।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার আগে মে মাসে সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। ইতিমধ্যেই মধ্য আন্দামান সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। ৭ মে সন্ধ্যায় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা তার। রবিবার তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, মে থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত যতদিন না বর্ষা আসছে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। হাওয়া অফিস সূত্রে প্রাপ্ত তথ্য বলছে ১৯২৭ সাল, ১৯৩২, ১৯৩৬, ১৯৫৬, ১৯৬০, ১৯৮৯ মে মাসে ঘূর্ণিঝড় দেখে রাজ্য। ২০০৯ সালে ২৫ মে আয়লা এসেছিল। ২০২০ সালে তোলপাড় করেছিল আমফান। সেই ২০ মে’র স্মৃতি এখনও টাটকা। ২০১৯ সালে ফণী, ২০২১ সালে ইয়াস – সবই হয়েছে মে মাসে। বিপর্যয় মোকাবিলার জন্য আগে থেকেই প্রস্তুত হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের রাজ্যগুলো। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ দফতরের তরফেও নজরদারি শুরু হয়েছে।