Winter Weather Update: নভেম্বরে ঠান্ডার পথে কাঁটা, এখনই জাঁকিয়ে শীত পড়ছে না বাংলায়

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Oct 31, 2023 | 9:01 PM

Winter Weather Update: হাওয়া অফিসের তরফে সাফ জানানো হচ্ছে সাততাড়াতাড়ি শীতের আশা নেই বাংলায়। নভেম্বরে ঠান্ডার পথে রয়েছে কাঁটা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের বেশিই থাকতে পারে।

Winter Weather Update: নভেম্বরে ঠান্ডার পথে কাঁটা, এখনই জাঁকিয়ে শীত পড়ছে না বাংলায়
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পুজোর সময় থেকেই ধীরে ধীরে নামতে শুরু করেছিল পারা। কলকাতায় খুব বেশি পারাপতন দেখতে পাওয়া না গেলেও গ্রাম বাংলায় কিন্তু পুজোয় ভালই শীত শীত ভাবটা উপভোগ করেছেন সাধারণ মানুষ। আলমারি থেকে বেরিয়ে পড়েছে গরম কাপড়। তবে নভেম্বর নিয়ে দুঃসংবাদই শোনাল মৌসম ভবন। তাতে যেন অক্টোবরের শেষে মন খারাপের ছোঁয়া বাঙালির মনে।

হাওয়া অফিসের তরফে সাফ জানানো হচ্ছে সাততাড়াতাড়ি শীতের আশা নেই বাংলায়। নভেম্বরে ঠান্ডার পথে রয়েছে কাঁটা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের বেশিই থাকতে পারে। সাধারণত, মাঝ-ডিসেম্বরের আগে দক্ষিণবঙ্গে শীত পড়ে না। এ বারও তার অন্যথা হওয়ার সম্ভাবনা কম, মৌসম ভবনের রিপোর্ট যেন সে কথাই বলে দিল। নভেম্বরের শুরুতেও পুবালি বাতাসের জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

প্রসঙ্গত, দুর্গাপুজোর মধ্যেই আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল কলকাতা-সহ একাধিক জেলায়। অষ্টমীর রাত থেকেই মেঘ ঢুকতে শুরু করেছিল বাংলায়। নবমী-দশমী দুই দিনই মেঘলা আকাশ দেখেছে বাংলা। তৈরি হয়েছিল নিম্নচাপও। তবে গুরুতর প্রভাব পড়েনি বাংলার বুকে।

Next Article