PM Internship Scheme: মাধ্যমিক পাশেই মাসে ৫ হাজার টাকা ভাতা, কেন্দ্রের এই স্কিমে কীভাবে আবেদন করবেন? জেনে নিন…
PM Internship Scheme: লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। সেই লক্ষ্যেই এবছর বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের যুব সমাজ যাতে হাতে-নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান, সেজন্যই কেন্দ্রের এই স্কিম। এক বছরের এই স্কিমে দেশের বিভিন্ন সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন।

মাধ্যমিকের পর আর পড়াশোনা করা হয়নি। কিংবা উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়েছেন। সবে স্নাতক পাশ করেছেন কেউ। চাকরি খুঁজছেন। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের শংসাপত্র নিয়ে কি চাকরি পাওয়া যায়? মনের মধ্যে সবসময় এই সংশয় কাজ করছে। দেশের এই যুব সমাজের জন্যই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু করেছে কেন্দ্র। এই স্কিমের মাধ্যমে দেশের বড় বড় সংস্থায় এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন যুবক-যুবতীরা। কাজ শেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই ইন্টার্নশিপের সময় মাসে ৫ হাজার টাকা করেও পাবেন ইন্টার্নরা। কী এই পিএম ইন্টার্নশিপ স্কিম? কারা আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন একনজরে… লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান। সেই লক্ষ্যেই এবছর বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা...





