Kolkata Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কতটা বদলাচ্ছে হাওয়া? পুজোর শপিং বাধা কি দেবে বর্ষাসুর?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Oct 08, 2023 | 9:48 AM

Kolkata Weather: হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিসগঢ় এবং তেলঙ্গনা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও।

Kolkata Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কতটা বদলাচ্ছে হাওয়া? পুজোর শপিং বাধা কি দেবে বর্ষাসুর?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: একরাতের টানা বৃষ্টি শেষে হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে সিকিম। বড় বিপর্যয়ের সাক্ষী থেকে উত্তরবঙ্গ। প্রচুর মানুষ এখনও রয়েছেন ত্রাণ শিবিরে। রোজই উদ্ধার হচ্ছে দেহ। তবে পুজোর মুখে এবার খানিকটা হলেও সুখবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টায় পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে বাতাসে বড় মাত্রায় থাকছে জলীয় বাষ্প। সে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি কমেছে উত্তরবঙ্গেও। তবে পাহাড়ের উপরের দিকে জেলাগুলিতে বৃক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,  কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তালিকায় থাকা সবটা জেলায় বৃষ্টি নাও হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিসগঢ় এবং তেলঙ্গনা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা পুজোর শপিং বিশেষ বাধার কারণ হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

একইসঙ্গে আবহাওয়া দফতরের তরফে এও জানানো হচ্ছে আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা মোটের উপর একই থাকবে। তাপমাত্রার বিশেষ কোনও হেরফের দেখতে পাওয়া যাবে না। আকাশ থাকবে মোটের উপর পরিষ্কার। এদিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরে সর্বোচ্চ ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। 

Next Article