লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত রাজ্যের, কী বলছে রেল?

May 05, 2021 | 7:03 PM

লোকাল ট্রেন না চালানোই সঠিক সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে সমর্থন করছেন বিশেষজ্ঞরা।

লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত রাজ্যের, কী বলছে রেল?
রাজ্যে প্রতি দিন কয়েক লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন

Follow Us

কলকাতা: কোভিড নিয়ন্ত্রণে রাজ্যের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ। শপথ নেওয়ার পর সেই সব সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাব। আর তার মধ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, মমতার ঘোষণার পরও রেলের কাছে রাজ্যের তরফ থেকে কোনও চিঠি যায়নি বলে জানা গিয়েছে।

ঘোষণার পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরাও সংবাদমাধ্যমেই ঘোষণার কথা শুনেছেন। রাজ্য সরকারের তরফ থেকে কোনও লিখিত নির্দেশিকা পাঠানো হয়নি। নিয়ম আনুযায়ী নোডাল অফিস হিসেবে পূর্ব রেলের অফিসে ওই চিঠি পাঠানোর কথা রাজ্যের। সেই চিঠিতেই পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের কথা উল্লেখ থাকবে। এরপর সেই চিঠি পাঠানো হবে রেল বোর্ডকে। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্তকেই সমর্থন করছেন বিশেষজ্ঞরা। লোকাল ট্রেনে কোভিড বিধি মানা সম্ভব হয় না বলেই এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করছে রেল বিশেষজ্ঞ সুভাষ রঞ্জন ঠাকুর। তবে তিনি মনে করেন এই পরিস্থিতিতে রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় প্রয়োজন। রাজ্যের সিনিয়র অফিসারদের সেই দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। মেট্রো কী ভাবে চলবে, স্যানিটাইজেশন পদ্ধতি- এ সব নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বন্ধ লোকাল ট্রেন, গণ-পরিবহণ ও মেট্রোর ক্ষেত্রে কী সিদ্ধান্ত মমতার?

সুভাষ রঞ্জন ঠাকুর আরও বলেন, ‘লোকাল ট্রেন বন্ধ রাখার বিষয়ে ৭ থেকে ১০ দিন অন্তর রিভিউ করা উচিত। তবে এখন যা পরিস্থিতি তাতে লোকাল ট্রেন বন্ধ না করে উপায় নেই। কারণ কোভিড বিধি মানা সম্ভব হচ্ছে না। লোকাল ট্রেন বন্ধ থাকলে খুব বেশি ক্ষতি নেই। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে সমস্যা। ‘ লোকাল ট্রেন এক দিনের নোটিশে বন্ধ করা হলেও দূরপাল্লার ট্রেন বন্ধ করার আগে দু-একদিন সময় দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। স্টাফ স্পেশাল ট্রেনের কথাও এ দিন উল্লেখ করেন তিনি। গত বছর লকডাউনের পর স্টাফ স্পেশাল ট্রেনে অনেক সাধারণ যাত্রী উঠে পড়তেন। এবার যেন তা না হয়, সে দিকে খেয়াল রাখার কথা বলেছেন তিনি।

Next Article