Mohammed Shami: যৌন কর্মীদের সঙ্গে নিশি যাপন, পরকীয়ার অভিযোগ, শামির সঙ্গে হাসিনের মন কষাকষির শুরুটা ঠিক কবে?
Mohammed Shami: এখনও শামির বিরুদ্ধে কোনও অপরাধ প্রমানিত হয়নি আদালতে। বর্তমানে বিবাহ বিচ্ছেদের (Divorce) মামলা চলছে তাঁদের। ইতিমধ্যেই আবার শামির গ্রেফতারি দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন।
কলকাতা: ২০১৩ সালে অন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি। তার এক বছরের মাথায় ২০১৪ সালে চিয়ার লিডার তথা মডেল হাসিন জাহান বিয়ে করে ফেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তারপর সব ঠিকঠাকই ছিল। তাঁর দুরন্ত পেস বলে ঝড় উঠছিল বাইশ গজে। অন্যদিকে চুটিয়ে করছিলেন সংসার। কিছুদিনের মধ্যে শামি-হাসিনের ঘর আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু, সমস্যার সূত্রপাত ২০১৮ সালে। শামির (Mohammad Shami Wife) বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক, গার্হস্থ্য হিংসা, মানসিক-শারীরিক নির্যাতন সহ বেশ কয়েকটি মারাত্মক অভিযোগ নিয়ে এসেছিলেন হাসিন। তাঁর আরও অভিযোগ, বিয়ের পরও যৌনকর্মীদের (Prostitute) সঙ্গে রাত কাটাতেন মহম্মদ সামি।
আর কী কী অভিযোগ ছিল হাসিনের?
যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছিল নানা মহলে। নিন্দার ঝড় উঠেছিল ক্রীড়া মহলে। জল গড়ায় আদালতে। তবে শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করে আসছিলেন শামি। এদিকে স্বামীর পরিবারের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ করেছিলেন হাসিন। স্বামীর সঙ্গে বেশ কিছু চ্যাটও ভাইরাল করে দেন সোশ্যাল মিডিয়ায়। হাসিন অভিযোগ করেছিলেন, জাতীয় দলের ক্রিকেটার বলেই শামিকে আড়াল করছে বিসিসিআই। এমনকী শামি সেলিব্রিটি বলেই আইনি দিক থেকেও অ্যাডভান্টেজ পাচ্ছেন।
এদিকে এখনও শামির বিরুদ্ধে কোনও অপরাধ প্রমানিত হয়নি আদালতে। বর্তমানে বিবাহ বিচ্ছেদের (Divorce) মামলা চলছে তাঁদের। ইতিমধ্যেই আবার শামির গ্রেফতারি দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন। প্রসঙ্গত, এক মামলার রায়ে ২০১৯ সালে আলিপুর আদালত শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। তবে তার বিরুদ্ধে পাল্টা অ্যাপিল করেছিলেন শামি।
গ্রেফতারি পরোয়ানা জারির দাবি
পশ্চিমবঙ্গের সেশন্স কোর্টের তরফে শামির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করা হয়েছিল। একইসঙ্গে শামির বিরুদ্ধে হাইকোর্ট খারিজ হয়ে গিয়েছে মামলা। তাতেই সুবিচার পাননি বলে মনে করছেন হাসিন। আর সে কারণেই এবার স্পেশাল পিটিশন লিভের মাধ্যমে শামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করার দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হাসিন। পাশাপাশি তারকা ক্রিকেটার হওয়ায় মামলা চলাকালীন শামি যাতে কোনও প্রভাব খাটাতে না পারেন তার উল্লেখও করা হয়েছে হাসিনের পিটিশনে। চলতি আইপিএলে গুজরাট টাইটান্স দলের হয়ে খেলছেন শামি।