কলকাতা: এক টানা এক ঘেয়েমি বৃষ্টিতে এবার তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন বঙ্গবাসী। সকলের মনেই একই প্রশ্ন। উৎসবমুখর দিনগুলিতেও কি থাকবে এই পরিস্থিতি? বর্ষা বিদায়ের দিনক্ষণ নিয়ে বাঙালির মনে উৎকন্ঠা কম নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সুখবর। বর্ষার বিদায়-পর্ব শুরু, জানিয়ে দিলেন আবহাওয়াবিদরা। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বিদায় বর্ষার। নির্ধারিত সময়ের ৮ দিন দেরিতে বিদায় শুরু। তবে বাংলা থেকে মৌসুমি বায়ু যেতে এখনও ঢের দেরি। সাধারণত, কলকাতা থেকে বর্ষা বিদায় নেয় ১২ অক্টোবর।
যেভাবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাতে মানুষের মনে একটাই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। পুজো কি ভাসবে? এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা পুজোর দিনগুলোর আবহাওয়ার পূর্বাভাস দিতে না পারলেও, বৃষ্টি যে কমবে, তা জানিয়ে দিলেন। তবে এটাও স্পষ্ট করেছেন, এখনও মৌসুমী বায়ু সরছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশিই থাকবে। প্যাচপ্যাচে গরমের সঙ্গে স্যাঁতস্যাঁতে আবহাওয়া আরও কয়েকদিন থাকবে।
বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা শক্তি বাড়িয়েছে ক্রমশ। তবে সেই প্রক্রিয়া ওতটাও এগোয়নি, যাতে ভয় পেতে হবে। তা জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবার উত্তর আন্দামান সাগরের ওপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাতেও একটা আশঙ্কা রয়েছে। সাধারণ ৮-১০ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেয়। এবার তা কিছুটা হলেও দেরিতে হবে। তারপর বিদায় নেবে মৌসুমী বায়ু। তারপরও শরতের আকাশে পেজা তুলোর মতো মেঘের দেখা পাবেন বাঙালি।