কলকাতা: ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শনিবার নতুন করে রাজ্যে ডেঙ্গির কবলে পড়েছেন ৬১৬ জন। অন্যদিকে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯৬ জন ডেঙ্গি আক্রান্ত রোগী। তবে সবথেকে বেশি সংখ্যক রোগীর খোঁজ পাওয়া গিয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং থেকে।
এদিন আবার বেসরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিগুলির সঙ্গে একটি অনলাইন বৈঠক হয়। ডেঙ্গি বা ম্যালেরিয়ার পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরিগুলির তরফে যে চার্জ করা হয় এদিন তার যৌক্তিকতা নিয়েও বিশদে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষের কাছে পরীক্ষার ফি যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও আলোচনা চলে। ফ্লোর ডিউটি ডাক্তার এবং নার্সদের জন্য ডেঙ্গু কেস ম্যানেজমেন্টের উপর বিশেষ প্রশিক্ষণ নিয়েও এদিন বিশদ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার এই বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীরা।
অন্যদিকে উৎসবের মরসুমে ডেঙ্গি নিয়ন্ত্রণের বেসরকারি হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশও দিয়েছেন স্বাস্থ্য সচিব। ওই নির্দেশিকাতেই বলা হয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ে যদি কোনও রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হন, তাহলে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনের পোর্টালে। পাশাপাশি কারও জ্বর হলে, উপসর্গ দেখা দিলে, ডেঙ্গি-ম্যালেরিয়া পরীক্ষা করানো আবশ্যক বলে সাফ জানানো হয়েছে।