15 year old vehicles: রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসের দেখা নেই, কোথায় ‘উধাও’ হল? কী বলছে পরিবহণ দফতর…

Oct 20, 2024 | 3:33 AM

15 year old vehicles: শহর কলকাতার পরিবেশ রক্ষার জন্য ২০০৯ সালে একটি মামলা করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তাঁর অভিযোগ, পুরনো বাসের কালো ধোঁয়া বাতাসে মিশে দূষিত করছে কলকাতার আকাশকে। উৎসবের এই মরশুমে কলকাতার রাস্তায় ক্রমশ কমছে পুরনো বাস। ২০২৫ সালের শেষে প্রায় ১৫০০ বাসের বয়স ১৫ বছর পেরিয়ে যাবে। বেসরকারি গণপরিবহণ নিয়ে তাই চিন্তা ক্রমশ বাড়ছে।

15 year old vehicles: রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসের দেখা নেই, কোথায় উধাও হল? কী বলছে পরিবহণ দফতর...
কলকাতার রাস্তায় কমছে বেসরকারি বাস

Follow Us

অফিস যাওয়ার তাড়া। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু, আপনার রুটে বেসরকারি বাসের ‘দেখা নেই’। কিছুদিন আগেও এইসময় একটা বাস পেয়ে যেতেন। কিন্তু, এখন পাচ্ছেন না। এই সমস্যা শুধু আপনার একার নয়। বিভিন্ন রুটেই বেসরকারি বাসের দেখা পাওয়া যাচ্ছে না। এক ধাক্কায় কমেছে বাসের সংখ্যা। কলকাতার বিভিন্ন রুট থেকে ‘উধাও’ হয়ে গিয়েছে ৫৬৫টি বাস। হঠাৎ হলটা কী? উৎসবের মরশুমে কেন কমল বেসরকারি বাসের সংখ্যা? নেপথ্যে কলকাতা হাইকোর্টের এক নির্দেশ। কী সেই নির্দেশ? বেসরকারি বাসের সংখ্যা কমা নিয়ে কী বলছে পরিবহণ দফতর? কী বলছে বিরোধীরা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন… হঠাৎ বেসরকারি বাস ‘উধাও’ হয়ে যাচ্ছে কেন? শহর কলকাতার পরিবেশ রক্ষার জন্য ২০০৯ সালে একটি মামলা করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তাঁর অভিযোগ, পুরনো বাসের কালো ধোঁয়া বাতাসে মিশে দূষিত করছে কলকাতার আকাশকে। তাঁর সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বাসের বয়স ১৫ বছরের বেশি হলে কলকাতা শহর তথা কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। পরে এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন
Next Article