AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apollo Tire share price: আজ বাজারে পিছলে গেল অ্যাপোলো টায়ার, কেন জানুন

Apollo Tire share price: সংস্থার তরফে জানানো হয়েছে তাঁদের ম্যানুফ্য়াকচারিং ইউনিটে বেশ কিছু সমস্যা চলছে। গুজরাটের লিমডার কারখানায় অফ-রোড (OTR) টায়ার উৎপাদন সাময়িকভাবে বন্ধও হয়েছে। ঝামেলা চলছে ট্রেড ইউনিয়নের সঙ্গে। এরইমধ্যে স্টকের দামে লাগাতার পতন নিয়ে জোর শোরগোল শেয়ার পাড়ায়।

Apollo Tire share price: আজ বাজারে পিছলে গেল অ্যাপোলো টায়ার, কেন জানুন
প্রতীকী ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 7:00 AM
Share

কলকাতা: হু হু করে দাম কমছে অ্যাপোলো টায়ারের শেয়ারের। বৃহস্পতিবারই শেয়ার দরে প্রায় ৩ শতাংশের বেশি পতন দেখতে পাওয়া গিয়েছে। তাতেই চিন্তায় বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সময় অ্যাপোলো টায়ারের এক একটি স্টকের দাম দাঁড়িয়েছে ৩৬৮ টাকায়। শুধু এদিনই পতন হয়েছে ১০ টাকার বেশি। অথচ ৭ অগস্ট এই স্টকের দাম ছিল ৪৩৪ টাকার বেশি। 

সংস্থার তরফে জানানো হয়েছে তাঁদের ম্যানুফ্য়াকচারিং ইউনিটে বেশ কিছু সমস্যা চলছে। গুজরাটের লিমডার কারখানায় অফ-রোড (OTR) টায়ার উৎপাদন সাময়িকভাবে বন্ধও হয়েছে। ঝামেলা চলছে ট্রেড ইউনিয়নের সঙ্গে। ওয়াকিবহাল মহলের ধারণা, তারই ছাপ পড়ছে শেয়ার মার্কেটে। সূত্রের খবর, শ্রমিক সমস্যা মেটাতে ইতিমধ্যেই ইউনিয়নের সঙ্গে আলোচনা শুরু করে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দ্রুত সমস্যা মিটে যাবে বলে মনে করেছেন তাঁরা। যদিও পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউই। তারমধ্যে শেয়ার দরে পতনের ধারা অব্য়াহত থাকায় উদ্বেগ বাড়ছে শেয়ার পাড়ায়। 

বর্তমানে দেশ-সহ গোটা দেশে টায়ার শিল্পের ক্ষেত্রে অন্যতম প্রধান খেলোয়াড় অ্যাপোলো টায়ার। সংস্থার পণ্য বিশ্বব্যাপী ১৭০টিরও বেশি দেশে বিক্রি হয়। ভারত এবং ইউরোপই কোম্পানির প্রধান বাজার। সূত্রের খবর, ২০২২-২৩ অর্থবর্ষে অ্যাপোলো টায়ারের আয় ছিল ছিল ২০ হাজার কোটির উপরে। ২০২১-২২ অর্থবর্ষে সেই আয় ছিল ২৪ কোটির উপরে।