Sacked teachers: কেন প্রথম তিনটি কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চায় SSC?
Sacked teachers: চাকরিহারা শিক্ষকদের ১৩ জনের প্রতিনিধি দল বিকেল সাড়ে চারটে নাগাদ এসএসসি ভবনে প্রবেশ করেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেন। তারপর ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। কয়েকঘণ্টা পর চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল এসএসসি ভবনের বাইরে বেরিয়ে আসে।

কলকাতা: এসএসসি ভবনের বাইরে বাড়ছে উত্তেজনার পারদ। সোমবার যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু, ঘড়ির কাঁটা রাত ৯টা পেরিয়ে গেলেও কোনও তালিকা প্রকাশ হয়নি। এসএসসি ভবনের বাইরে ক্ষোভে ফেটে পড়ছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা বলছেন, এসএসসি প্রথম তিনটে কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চাইছে। কিন্তু, কেন শুধুমাত্র প্রথম তিনটে কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চায় এসএসসি? কী বলছেন বিশেষজ্ঞরা?
যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। এরপর মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা স্কুলে যেতে পারবেন না।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার কথা জানায় এসএসসি। এদিন সেই তালিকা প্রকাশের কথা ছিল। এদিন দুপুর থেকেই সল্টলেকে এসএসসি ভবনের বাইরে জমায়েত হন চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারা শিক্ষকদের ১৩ জনের প্রতিনিধি দল বিকেল সাড়ে চারটে নাগাদ এসএসসি ভবনে প্রবেশ করেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে বসেন। তারপর ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। কয়েকঘণ্টা পর চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল এসএসসি ভবনের বাইরে বেরিয়ে আসে।
সেই প্রতিনিধি দলের সদস্য সমীর মণ্ডল বলেন, “কমিশন বলছে, এখন প্রথম তিনটে কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করা হবে। আমরা মানিনি। সমস্ত যোগ্য শিক্ষকের তালিকা একসঙ্গে প্রকাশ করতে হবে।” চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, প্রথম তিন কাউন্সেলিংয়েও অযোগ্য চাকরিপ্রার্থী রয়েছে।
প্রশ্ন উঠছে, কেন এসএসসি শুধুমাত্র প্রথম তিনটে কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৬ সালের এসএসসি-র প্যানেলের মেয়াদ ছিল এক বছর। ওই এক বছরের মধ্যে তিনবারই কাউন্সেলিং হয়েছিল। তাই, এখন ওই তিনটি কাউন্সেলিংয়েরই তালিকা প্রকাশ করতে চাইছে এসএসসি। তাররপর যে কাউন্সেলিংগুলি হয়েছিল, তার তালিকা প্রকাশ করতে চাইছে না।
চাকরিহারা শিক্ষকরা এসএসসি-র এই সিদ্ধান্ত মেনে নেননি। তখন তাঁদের কাছে তালিকা প্রকাশের জন্য আরও ২-৩ দিন সময় চাওয়া হয়েছে বলে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানিয়েছেন। এই নিয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলতে চায় এসএসসি। এখন দেখার, কবে ও কতগুলি কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

