
পৃথিবীর বাইরে একটা ‘বাড়ি’। ২০০০ সালে যে বাড়িতে প্রথম অতিথির আগমন। তারপর অতিথিদের আনাগোনা শুরু হয়। স্থায়ীভাবে কেউ সেখানে থাকেন না। তবে ‘বাড়ি’ কখনও ফাঁকা থাকে না। অতিথিরা যান। আবার চলেও আসেন। কেউ কেউ অতিথি হয়ে সেখানে একাধিকবার গিয়েছেন। কিন্তু, নির্দিষ্ট দিনের বাইরে থাকেননি। সেই ‘বাড়ি’ থেকে অতিথিদের বিদায়ের সময় যে বাঁধা। কিন্তু, সেই নিয়মেই এবার ছেদ ঘটেছে। আটদিনের দুই অতিথি সেই বাড়িতে কয়েক মাস রয়েছেন। থাকবেন আরও কয়েকমাস। কিন্তু, কেন এই নিয়মে ছেদ? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দুই অতিথি মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি উইলমোর কেন আটকে পড়েছেন সেখানে? কোথায় সমস্যা? কেন নির্দিষ্ট সময়ে ফিরিয়ে আনা গেল না তাঁদের? দুই মহাকাশচারীকে নিয়ে পাড়ি দেওয়া বোয়িং স্টারলাইনার নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন- ...