AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Traffic Jam at Chingrighata: দ্রুত কেটে যাবে চিংড়িঘাটার যান-যন্ত্রণা? ‘লং টার্ম প্ল্যানের’ কথা বললেন পুলিশ কমিশনার

Traffic Jam at Chingrighata: পুলিশ বলছে, সমস্যা সমাধানে তাঁদের তরফে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে। তবে বিশদে তাঁর বর্ণনা দেওয়া হয়নি। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখলেই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে বলে জোরাল দাবি করা হয়েছে।

Traffic Jam at Chingrighata: দ্রুত কেটে যাবে চিংড়িঘাটার যান-যন্ত্রণা? ‘লং টার্ম প্ল্যানের’ কথা বললেন পুলিশ কমিশনার
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Aug 08, 2025 | 10:00 PM
Share

কলকাতা: বাইপাসের যে কটা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে তার মধ্যে এক্কেবারে প্রথমসারিতে আসে চিংড়িঘাটা। কিন্তু মেট্রোর কাজে জট থেকে শুরু করে নানাবিধ সমস্যায় গোটা এলাকারই এক্কেবারে ভয়ঙ্কর অবস্থা। কয়েকদিন আগে তো বাইবাসে আম্বেদকর সেতুতে ধস নামতে কার্যত দীর্ঘ সময়ের জন্য অবরুদ্ধ হয়ে গিয়েছিল চিংড়িঘাটা। এদিন যদিও কলকাতার পুলিশ কমিশনার আশ্বাস দিলেন দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। 

এদিন কলকাতার নানা প্রান্তের রাস্তা নিয়ে, যান চলাচলের সমস্যা নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গেল কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক-সহ লালবাজারের কর্তাদের। সেখানেই পুলিশ কমিশনার বলেন, “চিংড়িঘাটায় যানজট নিয়ে বেশ সমস্যা হচ্ছে। কিছু পদক্ষেপ করা হচ্ছে। কিছু বিকল্প জায়গা দেখা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্টের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই পাকাপাকি ভাবে যানজটের সমস্যা মিটবে। যান চলাচলে গতি আসবে।”

পুলিশ বলছে, সমস্যা সমাধানে তাঁদের তরফে বেশ কিছু পরিকল্পনা করা হচ্ছে। তবে বিশদে তাঁর বর্ণনা দেওয়া হয়নি। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবের মুখ দেখলেই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে বলে জোরাল দাবি করা হয়েছে। এদিন সিপি বলেন, বিধাননগর থেকে কলকাতা অভিমুখে যে ট্র্যাফিক আসছে সেটা যাতে সচল থাকে সেটাই আমাদের প্রধান টার্গেট। কিছু লং টার্ম প্ল্যানিং হয়েছে। ডিটেলস এখনই বলছি না। আশা করছি ওটা বাস্তবায়িত হলে অনেকটাই সমস্যা মিটে যাবে। তখন চিংড়িহাটাতেও ট্র্যাফিকের সমস্যা অনেকটাই মিটে যাবে।” একইসঙ্গে কলকাতার যানজট নিয়ে বলতে গিয়ে বলেন, “সারা বছর ২৪ ঘণ্টা আমরা আমরা যান চলাচল মনিটর করি। বৃষ্টির কারণে কিছু সমস্যা হয়েছে। তবে খুব দ্রুত এর সমাধান বেরিয়ে যাবে।”