AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: মাকে নির্মমভাবে মারধর ছেলের, বেলেঘাটায় প্রাণ গেল বৃদ্ধার

Kolkata: তদন্তে পুলিশ জানতে পারে, ওই বাড়িতে ছেলে মৈনাকের সঙ্গে থাকতেন নন্দিতা বসু। বছর পঁয়ত্রিশের মৈনাকের সঙ্গে তাঁর মায়ের বচসা হয়। সেইসময় মাকে নির্মমভাবে মারধর করেন মৈনাক। তার জেরেই মৃত্যু হয় বৃদ্ধার।

Kolkata: মাকে নির্মমভাবে মারধর ছেলের, বেলেঘাটায় প্রাণ গেল বৃদ্ধার
এই বাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 23, 2025 | 5:40 PM
Share

কলকাতা: নৃশংস। মাকে নির্মমভাবে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। যার জেরে প্রাণ গেল বৃদ্ধার। ঘটনাটি বেলেঘাটার। মৃত বৃদ্ধার নাম নন্দিতা বসু (৬৫)। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে মৈনাক বসুকে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ তারা খবর পায়, কবি সুকান্ত সরণিতে নিজের বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা। পুলিশ গিয়ে দেখে, বৃদ্ধার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। দেহ ঠান্ডা। তদন্তে পুলিশ জানতে পারে, ওই বাড়িতে ছেলে মৈনাকের সঙ্গে থাকতেন নন্দিতা বসু। বছর পঁয়ত্রিশের মৈনাকের সঙ্গে তাঁর মায়ের বচসা হয়। সেইসময় মাকে নির্মমভাবে মারধর করেন মৈনাক। তার জেরেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। গ্রেফতার করা হয়েছে মৈনাককে। কেন ওই যুবক নিজের মাকে এমন নির্মমভাবে মারধর করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দোতলা ওই বাড়ির উপরের তলায় ছেলেকে নিয়ে থাকতেন নন্দিতা বসু। ওই বৃদ্ধার স্বামী কয়েকবছর আগে মারা গিয়েছেন। মৈনাক কোনও কাজ করতেন না। নিচের তলায় ভাড়াটেরা থাকেন। আরতি নামে ওই বাড়ির এক ভাড়াটে বলেন, “গতকাল রাত সাড়ে দশটা নাগাদ দোতলায় লাউড স্পিকারে গান চলছিল। গানের শব্দের বাইরে কিছু শুনিনি। তবে গানটা কখন বন্ধ হয়েছে জানি না। কারণ, গান যখন চলছিল, তখনই আমি ঘুমিয়ে পড়ি।” ফলে ওই বৃদ্ধাকে কখন মারধর করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল রাতেই কি বৃদ্ধা মারা গিয়েছেন? উঠছে সেই প্রশ্নও।