নরেন্দ্রপুর: আরজি করে উত্তাল রাজ্য। কিন্তু তারপরেও নারী নির্যাতনের ঘটনায় রাশ টানা যাচ্ছে কোথায়? এবার দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় নরেন্দ্রপুর থানা এলাকায় হাইকোর্টের এক আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক। ধৃতকে এদিন বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
সূত্রের খবর, ব্যক্তিগত কাজের জন্য স্বামীর সঙ্গে বেরিয়ে ছিলেন ওই মহিলা। তাঁর স্বামীও আইনজীবী। বাইকে যাচ্ছিলেন দু’জনে। কিন্তু আচমকা রাস্তাতেই বাইকের তেল শেষ হয়ে যায়। অগত্যা বাধ্য হয়ে গাড়ি নিয়ে হেঁটে দু’জনে পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় নরেন্দ্রপুর থানা এলাকার বেশ কিছু যুবক তাঁদের ছবি তুলতে থাকেন। তাঁদের উদ্দেশ্যে নোংরা ইঙ্গিতও করতে থাকেন। প্রতিবাগ করলে আরও অশালীন মন্তব্য করা হয়। অভিযোগ, মহিলাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকিও দেওয়া হয়।
মহিলার স্বামী বাধা দিলে তাঁকেও একই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এ ঘটনার পরেই তাঁরা সোজা চলে যান নরেন্দ্রপুর থানায়। দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেতেই খোঁজ-খবর শুরু করে পুলিশ। যে এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায় সেখানেও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে একজনকে গ্রেফতারও করা হয়। ধৃতকে এদিনই বারুইপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই উত্তরের খোঁজ করছে পুলিশ।