আজই বিজেপিতে যশ, সোহিনী, সৌমিলি?

সৈকত দাস |

Feb 17, 2021 | 4:34 PM

বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউডের প্রথম সারির অভিনেতারা, তালিকায় কে কে? জোর জল্পনা

আজই বিজেপিতে যশ, সোহিনী, সৌমিলি?
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: টলিউড অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়ার ধারা অব্যাহত। একুশের ভোটের আগে এ বার বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন টলিউডের প্রথম সারির অভিনেতারা। সূত্রের খবর, বুধবার অভিনেতা যশ দাশগুপ্ত, সোহিনী সরকার, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী প্রমুখ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিতে পারেন।

তবে যশ, সোহিনী কিংবা বিজেপি শিবির, কোনও পক্ষই এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। কিছুক্ষণের মধ্যেই তা পরিষ্কার হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ছবি ডিকশনারি’র প্রিমিয়ারে দেখা গিয়েছিল যশকে। সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নুসরত। তৃণমূলের তারকা সাংসদ নুসরতের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। এই প্রেক্ষিতে জানা গেল এবার একুশের ভোটের আগে রাজনীতিতে নাম লেখাতে চলেছেন যশ। তবে নুসরতের বিপরীত দলে। এছাড়া অভিনেতা সোহিনী সরকারও এদিন বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা। এছাড়াও এই দলে রয়েছেন সৌমিলি বিশ্বাস ও পাপিয়া অধিকারী।

ভোটের আগে টলিপাড়া কার্যত আড়াআড়ি দুই রাজনৈতিক শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। দীপঙ্কর দে, ভরত কল, সৌরভ দাসের মতো অভিনেতারা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন রুদ্রনীল ঘোষ। এছাড়া টলিপাড়ার আকাধিক চেনা মুখ বিজেপিতে নাম লিখিয়েছেন। সেই তালিকা আরও দীর্ঘ হতে চলেছে বলে জোর জল্পনা টলিউডের আনাচে-কানাচে।

Next Article