AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi in Kolkata: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলা নিয়ে ‘ঝামেলা’, শ্রীঘরে বাংলার ‘প্রেমিক’, সঙ্গে গেল বাংলাদেশি ‘প্রেমিকাও’

Bangladeshi in Kolkata: যুবতীর অভিযোগের ভিত্তিতে তোলাবাজি, হুমকি বা ভয় দেখানো-সহ একাধিক ধারায় শামিমকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে শামিমকে জিজ্ঞাসাবাদ করে নারায়নপুর থানার পুলিশ জানতে পারে ২০২৩ সালে মার্চ মাসে সে প্রথম বিয়ে করে।

Bangladeshi in Kolkata: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তোলা নিয়ে ‘ঝামেলা’, শ্রীঘরে বাংলার ‘প্রেমিক’, সঙ্গে গেল বাংলাদেশি ‘প্রেমিকাও’
ঠিক কী ঘটেছিল? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 14, 2025 | 8:38 PM
Share

রাজারহাট: বাংলাদেশি যুবতীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি। গ্রেফতার যুবক। অন্য়দিকে আবার ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযোগকারিনীও। অদ্ভূত ঘটনা কলকাতার বুকেই। গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ শামিম ও শাহানা সাদিক নামে দু’জনকে। এই দু’জনেরই সম্পর্কের জট ছাড়াতে গিয়ে রীতিমতো ঘাম ঝরছে পুলিশের। মূল ঘটনার সূত্রপাত কোথায়? 

সূত্রের খবর, ২০২১ সালে করোনাকালে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন শাহানা সাদিক নামে ওই বাংলাদেশি যুবতী। সেই সময় খিদিরপুরের বাসিন্দা মোহাম্মদ ইশতিয়াক আহাম্মেদের সঙ্গে পরিচয় হয়। বিয়েও করে রাজারহাটে থাকতে শুরু করেন। কিন্তু, কিছু সময়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়ে যায়। স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজারহাট থানায় যান ওই যুবতী। সেখানে শামিমের সঙ্গে পরিচয় হয় তাঁর। নিজেকে এনজিও-র পরিচয় দিয়ে সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাড়িতেও যাতায়াত শুরু হয়ে যায়। যুবতীর অভিযোগ, তাঁর ইচ্ছের বিরুদ্ধেই একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয়। নানা অছিলায় মোবাইলে সেই ছবিও তুলে রাখা হয়। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্টের হুমকি দিয়ে এক লক্ষ টাকা আদায় করে। পরে আরও তিন লাখ টাকা চায়। টাকা না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

যুবতীর অভিযোগের ভিত্তিতে তোলাবাজি, হুমকি বা ভয় দেখানো-সহ একাধিক ধারায় শামিমকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে শামিমকে জিজ্ঞাসাবাদ করে নারায়নপুর থানার পুলিশ জানতে পারে ২০২৩ সালে মার্চ মাসে সে প্রথম বিয়ে করে। ২০২৪ সালে তাঁকেই আবার দ্বিতীয় বিয়ে করেন ওই বাংলাদেশি যুবতী। তাঁর অভিযোগ ওই যুবতীর ভিসার মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। কিন্তু, তার মধ্যেই অসৎ উপায়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিলেন তিনি। সম্পর্কের অবনতি হওয়ায় খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই সমস্ত তথ্যের ভিত্তিতেই পুলিশ যে হোটেলে ওই যুবতী ছিলেন সেখানে হানা দেয়। বেশ কিছু নথি, আধার কার্ড, ডলারও উদ্ধার হয়। গ্রেফতার করা হয় যুবতীকে। তাঁর বিরুদ্ধে জাল নথি তৈরি, জাল ডকুমেন্ট ব্যবহার, যড়যন্ত্র সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। নারায়নপুর থানার পুলিশ এদিন দু’জনকেই ব্যারাকপুর আদালতে তোলে।