AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AAP-Congress: গুজরাটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে কেজরীর দল, ঘোষণা আপ নেতার

AAP: আপ যেন বিজেপিকে পর্যুদস্ত করা ছাড়া যে আর কিছু ভাবতে পারছে না, তা গুজরাট আপ নেতার মন্তব্যেই স্পষ্ট। গাধবির কথায়, "যদি সবকিছু পরিকল্পনা মাফিক হয়, আমি নিশ্চিত যে, বিজেপি এবার গুজরাটের ২৬টি আসনের সবকটিতে জিততে পারবে না।"

AAP-Congress: গুজরাটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধছে কেজরীর দল, ঘোষণা আপ নেতার
আপ-এর গুজরাট শাখার প্রধান ইসুদান গাধভি।Image Credit: ANI
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 9:03 PM
Share

নয়া দিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে বদ্ধপরিকর বিরোধীরা। NDA জোটকে টেক্কা দিতে ইতিমধ্যে অবিজেপি ২৬টি দল মিলে গঠন করেছে I.N.D.I.A জোট। আবার সংসদে দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে আম আদমি পার্টিকে সমর্থন জানিয়ে সওয়াল তুলেছে কংগ্রেস। এবার গেরুয়া শিবিরের অন্যতম ঘাঁটি গুজরাটে বিজেপিকে ধাক্কা দিতে বড় সিদ্ধান্ত নিল অরবিন্দ কেজরীবালের দল (AAP)। ২০২৪ লোকসভা নির্বাচনে গুজরাটে প্রদেশ কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়াইয়ের কথা ঘোষণা করল আপ।

সোমবার সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেসের সঙ্গে যৌথভাবে লড়াইয়ের কথা ঘোষণা করেন আপ গুজরাটের প্রধান ইসুদান গাধভি। তিনি বলেন, “কংগ্রেস ও আপ বিরোধী জোট ইন্ডিয়া-র অংশ। এই ভোট-জোট গুজরাটেও কার্যকর হবে। যদিও এই জোট নিয়ে আলোচনা এখনও পর্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। তবে এটা নিশ্চিত যে, আসন্ন লোকসভা ভোটে আপ ও কংগ্রেস গুজরাটে আসন ভাগাভাগি করে লড়াই করবে।”

যদিও কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত আপের সঙ্গে গুজরাটে আসন ভাগাভাগির বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের উপর নির্ভর করছে জানিয়ে গুজরাট কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী বলেন, “আমি বিষয়টি সবেমাত্র শুনেছি। অন্য দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের উপরই নির্ভর করছে। আমাদের জাতীয় নেতৃত্বের নির্দেশ অনুসরণ করবে গুজরাট কংগ্রেস।”

গুজরাট কংগ্রেসের মুখপাত্রে ফের আপ-কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন উঠছে। কংগ্রেসের মতামত ছাড়াই এরকম সিদ্ধান্ত নিয়েছে আপ? এমন প্রশ্নও উঠছে। তবে আপ আপাতত যেন-তেন উপায়ে বিজেপিকে পর্যুদস্ত করা ছাড়া যে আর কিছু ভাবতে পারছে না, তা গুজরাট আপ নেতার মন্তব্যেই স্পষ্ট। গাধবির কথায়, “যদি সবকিছু পরিকল্পনা মাফিক হয়, আমি নিশ্চিত যে, বিজেপি এবার গুজরাটের ২৬টি আসনের সবকটিতে জিততে পারবে না।”

যদিও আপ নেতার মন্তব্যে মাথা ঘামাতে নারাজ বিজেপি। বরং আপ-এর এই ঘোষণায় তাদের কংগ্রেসের ‘বি টিম’ বলে কটাক্ষ করেছেন গুজরাট বিজেপির মুখপাত্র রুতভিজ প্যাটেল। তাঁর পাল্টা দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কোনও জোটে ভয় পায় না। আমরা এই নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত। এই ঘোষণার মধ্য দিয়ে সামনে চলে এসেছে যে, কংগ্রেসের বি টিম হল আপ।”