EURO2020: পান্ডেভের কীর্তি,তবুও হার দিয়ে ইউরো অভিষেক নর্থ ম্যাসেডোনিয়ার

raktim ghosh |

Jun 14, 2021 | 1:16 AM

২৮ মিনিটে পান্ডেভের গোলে সমতায় ফেরে নর্থ ম্যাসেডোনিয়া। ৩৭ বছর ৩২১ দিন বয়সে ইউরোর মঞ্চে প্রথম গোলটি করেন গোরান পান্ডেভ। 

EURO2020: পান্ডেভের কীর্তি,তবুও হার দিয়ে ইউরো অভিষেক নর্থ ম্যাসেডোনিয়ার
গোল করে কীর্তি গড়ার পর উচ্ছ্বাস পান্ডেভের। তবে শেষরক্ষা হল না

Follow Us

বুখারেস্টঃ কীর্তি গড়েও ইউরো কাপ(EURO 2021) অভিযান শুরু নর্থ ম্যাসেডোনিয়ার(NORTH MACEDONIA))। প্রথমবার ইউরোর মূলপর্বে নর্থ ম্যাসেডোনিয়া। এদিন বুখারেস্টে অস্ট্রিয়ার(AUSTRIA) বিরুদ্ধে সমতায় ফিরলেও শেষ রক্ষা হলনা। ৩-১ গোলে হেরে ইউরো অভিযান শুরু করল নর্থ ম্যাসেডোনিয়া। এদিন নর্থ ম্যাসেডোনি(BUCHAREST)য়ার হয়ে একমাত্র গোলটি করেন গোরান পান্ডেভ(GORAN PANDEV)। ইউরোর ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোল করে কীর্তি গড়েন পান্ডেভ।

এদিন ম্যাচের মাত্র ১৮ মিনিটে লেইনারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। ২৮ মিনিটে পান্ডেভের গোলে সমতায় ফেরে নর্থ ম্যাসেডোনিয়া। ৩৭ বছর ৩২১ দিন বয়সে ইউরোর মঞ্চে প্রথম গোলটি করেন গোরান পান্ডেভ।  ইউরোর মঞ্চে দ্বিতীয় সর্বজ্যেষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়লেন পান্ডেভ। প্রথমার্ধের ফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ইউরোয় অভিষেক হওয়া নর্থ ম্যাসেডোনিয়া চাপে রেখেছিল এদিনের ম্যাচে ফেভারিট অস্ট্রিয়াকে। কিন্তু শেষরক্ষা হলনা। ম্যাচের ৭৮ মিনিটে গ্রেগরিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। নর্থ ম্যাসেডোনিয়ার কফিনে শেষ পেরেকটি পোঁতেন আরনাউটোভিচ।  ম্যাচের ৮৯ মিনিটে অস্ট্রিয়ার হয়ে তিন নম্বর গোলটি করলেন তিনি।

এই ম্যাচ জয়ের ফলে প্রিকোয়ার্টার ফাইনালের আশা উজ্জ্বল হল অস্ট্রিয়ার সামনে।

Next Article